ছবি প্রতীকী
আরও কিছুটা তাপমাত্রা কমল। এ বছর এই প্রথম বার কলকাতার তাপমাত্রা ১৫ ডিগ্রিতে নামল। রবিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৯ ডিগ্রি সেলসিয়াস। চলতি মরসুমে এটাই শীতলতম দিন। কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় ভোরবেলা এবং রাতের দিকে ঠান্ডা অনুভূত হচ্ছে। জেলাগুলিতে আরও পারদ পতন হয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৮.২ ডিগ্রি সেলসিয়াস ছিল। রবিবার কলকাতার তাপমাত্রা ১৬ ডিগ্রি ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে
আরও পড়ুন:
বর্ষীয়ান নাট্যব্যক্তিত্ব মায়া ঘোষ প্রয়াত
হার্ট অ্যাটাক নীরবেও হতে পারে! কোন উপসর্গ দেখে সতর্ক হবেন? জেনে নিন ডাক্তারবাবুর পরামর্শ
দফতর সূত্রে এও জানা গিয়েছে, কলকাতা তার পার্শ্ববর্তী এলাকায় আগামী কয়েক দিন তাপমাত্রার তেমন হেরফের হবে না। প্রায় একইরকম থাকবে পারদ। শুষ্ক আবহাওয়া থাকবে। ভোর ও রাতের দিকে শীতের শিরশিরানি অনুভূত হবে। এখনই শহরে এবং জেলায় বৃষ্টির পূর্বাভাস নেই।
ধারাবাহিক উপন্যাস, পর্ব-৪৬: বসুন্ধরা এবং…
রাজ্যের কোনও মন্দিরেই আর মোবাইল ফোন নিয়ে প্রবেশ করা যাবে না, নির্দেশ মাদ্রাজ হাই কোর্টের
গতকাল এই মরশুমের শীতলতম দিন ছিল শনিবার। জল্পনার অবসান ঘটিয়ে শনিবার কলকাতার সর্বনিম্ন পারদ ছিল ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। হাওয়া দফতর জানিয়েছিল, দু’ টিন দিনের মধ্যে খানিকটা তাপমাত্রা কমবে। সেই পূর্বাভাস অনেকটাই মিলেছে। হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী, রবিবার তাপমাত্রা ১ ডিগ্রি কমে ১৫-তে ডিগ্রিতে নামেছে।