মঙ্গলবার ৪ মার্চ, ২০২৫


ছবি প্রতীকী

মঙ্গলবারও কলকাতায় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কম। মঙ্গলবার মহানগরের সর্বনিম্ন পারদ ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা ও সংলগ্ন এলাকায় আগামী কয়েক দিনে তাপমাত্রার পারদ আস্তে আস্তে বৃদ্ধি পাবে।
সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস ছিল। অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার কলকাতার তাপমাত্রা পারদ ১৪ ডিগ্রি থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে।
আরও পড়ুন:

অনন্ত এক পথ পরিক্রমা, পর্ব-২: অনন্তের সন্ধান আর সেই দরজার তালা ও চাবি তো তাঁর কাছেই রাখা আছে

মহাভারতের আখ্যানমালা, পর্ব-৪৯: চ্যবনমুনির প্রভাবে দেবরাজ হার মানলেন, সোমের ভাগ পেলেন অশ্বিনীকুমারদ্বয়

হাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার কলকাতার আকাশ পরিষ্কার থাকবে। ভোরের দিকে কুয়াশা থাকলেও বেলা বাড়লে আকাশ পরিষ্কার হয়ে যাবে। রাজ্যে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।
আরও পড়ুন:

মনের আয়না: ঘুমোতে গেলেই মগজে ভিড় করছে রাজ্যের দুশ্চিন্তা? জন্মাচ্ছে অকারণ ভয়? রইল সমাধান

হৃদরোগের লক্ষণ পুরুষ ও মহিলাদের ক্ষেত্রে কিন্তু আলাদা, সতর্ক থাকতে চিনে নিন কার কোন উপসর্গ

আবার তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী? হাওয়া দফতরের বক্তব্য, মূলত উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমি ঝঞ্ঝার জন্য আবার তাপমাত্রার পারদ বৃদ্ধি পেতে পারে। পাশাপাশি উত্তুরে হাওয়াও ক্রমশ দুর্বল হয়ে পড়ছে। সেই সঙ্গে রাজ্যে প্রবেশ করছে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ উষ্ণ হাওয়া। তাই আগামী কয়েক দিনে কয়েক ডিগ্রি পারদ ঊর্ধ্বমুখী হতে পারে। সব মিলিয়ে সপ্তাহের শেষে কাঁপুনি শীত উধাও হতে পারে।

Skip to content