শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


ছবি প্রতীকী।

রাজ্য জুড়ে সপ্তাহান্তে ফের ঝড়বৃষ্টির পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।সেই সঙ্গে কোনও কোনও জায়গায় শিলাবৃষ্টি হওয়ারও সম্ভাবনা আছে। হাওয়া দফতরের পূর্বাভাস, ৩১ মার্চ শুক্রবার এবং ১ এপ্রিল শনিবার একাধিক জায়গায় ঝড়বৃষ্টি হবে। শুক্রবার দক্ষিণের ৯টি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
কিছু জায়গায় শিলাবৃষ্টিও হবে। বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং পশ্চিম বর্ধমানে। দক্ষিণের এই ৯টি জেলায় বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে পারে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে। তবে দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে শুক্রবার।
আরও পড়ুন:

রবিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গ বৃষ্টিতে ভিজতে পারে, সেই সঙ্গে বইবে ঝোড়ো হাওয়াও

পর্দার আড়ালে, পর্ব-২৯: অমরগীতি ছবিতে রাজাবাবু চরিত্রে তরুণ মজুমদারের প্রথম পছন্দ ছিলেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়

হাওয়া দফতরের পূর্বাভাস বলছে, শনিবার দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির দাপট কিছুটা কমবে। তবে ওই দিনও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে সবকটি জেলাতেই। বৃষ্টি হতে পারে কলকাতাতেও। যদিও শনিবার শিলাবৃষ্টির পূর্বাভাস নেই।
আরও পড়ুন:

হাত বাড়ালেই বনৌষধি, সবসময়ের সাথী ‘হরিতকী’

সপরিবারে নিত্যদিন রাতে খাওয়াদাওয়ার পর মিষ্টি খান? কোন কোন অভ্যাস নিজের অজান্তে ক্ষতি করছে জানেন?

ভিজবে উত্তরবঙ্গও। শুক্র এবং শনিবার উত্তরের প্রায় সব জেলাতে ঝড়বৃষ্টি পূর্বাভাস রয়েছে। পাহাড় লাগোয়া জেলাগুলিতে শুক্রবার ঝোড়ো হাওয়ার দাপট তুলনায় একটু বেশিই থাকবে। হাওয়া দফতর, বজ্রপাতের সময় বেশ কিছু সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে। যেমন খোলামেলা জায়গায় ঘুরে না বেড়ানো, নিরাপদ স্থানে থাকা এবং বিদ্যুতের খুঁটি ও গাছের নীচে না দাঁড়ানোর কথা বলা হয়েছে।

Skip to content