ছবি প্রতীকী
ডিসেম্বর মাস, তবুও জমিয়ে শীতের দেখা নেই! আবহবিদরা জানাচ্ছেন, কড়া শীত পড়তে আরও কিছু দিন অপেক্ষা করতে হবে। তবে জমিয়ে ঠান্ডা না পড়লেও, শুক্রবার ভোরে আগের তুলনায় কলকাতার তাপমাত্রা কিছুটা হলেও কমেছে। যদিও সেই তাপমাত্রা এখনও স্বাভাবিকের থেকে বেশি বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।
হাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, শহরের তাপমাত্রা বৃহস্পতিবারের তুলনায় কমেছে। শুক্রবার ভোরে মহানগরের তাপমাত্রা বৃহস্পতিবারের থেকে ২ ডিগ্রি কমেছে। শুক্রবার কলকাতায় সর্বোচ্চ ৩০.১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। আর সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। এই তাপমাত্রাও স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি! আকাশ পরিষ্কার থাকবে, আগামী ২৪ ঘণ্টায় বর্ষণের কোনও পূর্বাভাস নেই।
আরও পড়ুন:
প্রস্তুতি শুরু হয়েছে নবান্নে, নতুন বছরের জানুয়ারিতেই মিলবে কিছুটা ডিএ?
উত্তম কথাচিত্র, পর্ব-১৩: আশা-যাওয়ার পথের ধারে ‘নবীন যাত্রা’ [১১/০৯/১৯৫৩]
ডিসেম্বরের কলকাতায় এখনও জমিয়ে শীতের দেখা নেই। মূলত মধ্য বঙ্গোপসাগর থেকে এগিয়ে আসা ঘূর্ণাবর্তের জেরে উত্তুরে হাওয়া ঠিক মতো প্রবেশ করতে পারেছে না। তাই কলকাতায় উল্লেখযোগ্য ভাবে পারদপতন না হওয়ায় জমিয়ে ঠান্ডাও পড়ছে না। তবে ঘূর্ণাবর্তের প্রভাব কাটলে উত্তুরে হাওয়ার গতি বাড়বে। আর তাতেই ধীরে ধীরে ফিরবে শীত।
আরও পড়ুন:
কিম্ভূতকাণ্ড, পর্ব-১: পোড়া গাছের ডাল থেকে নেমে এল সে! ভাটার মতো সবজে চোখ, ধোঁয়াটে শরীর…
বাইরে দূরে: অযোধ্যা— প্রাচীন ভারতীয় ধর্ম-সংস্কৃতি সমন্বয়ের প্রাণকেন্দ্র/১
আবহবিদরা দফতর সূত্রে জানা গিয়েছে, আজ শুক্রবার থেকেই ধীরে ধীরে উল্লেখযোগ্য হারে পারদপতন হবে। ফের দক্ষিণবঙ্গে সপ্তাহ শেষে ঠান্ডা আমজ ফিরবে। আকাশ ঝলমলে থাকবে। আগামী ২৪ ঘণ্টায় বর্ষণের কোনও পূর্বাভাস নেই বলে হাওয়া দফতর জানিয়েছে। উল্লেখ্য, চলতি বছরে নভেম্বরেই রেকর্ড হারে পারদ পতন হয়েছিল শহরে। তাপমাত্রা নেমেছিল ১৬ ডিগ্রির ঘরে। এর প্রভাবে তখন কলকাতায় শীতের শুরুর আগেই ঠান্ডার আমেজ ছিল। তবে খুব তাড়াতাড়ি শীত ফিরবে বলে জানিয়েছে হাওয়া অফিস।