শুক্রবার ৫ জুলাই, ২০২৪


ছবি প্রতীকী।

শনিবারও আলিপুর আবহাওয়া দফতর রাজ্যের একাধিল জেলায় বৃষ্টির পূর্বাভাস জারি করল। পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় আগামী ১ থেকে ২ ঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া দফতর। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
শনিবার কলকাতার আকাশে শুরু হয়েছে মেঘের আনাগোনা। গুমোট ভাবও রয়েছে। যদিও সেই অস্বস্তি ভাব থেকে শহরবাসী কিছুটা হলেও রেহাই পেতে পারেন। সপ্তাহান্তে শহরেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর ঝড়বৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়েছে। তবে শুধু কলকাতা নয়, বাংলার বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের সম্ভাবনা রয়েছে। এদিকে, শহরের তাপমাত্রার পারদও কিছুটা কমেছে। শনিবার মহানগরের সর্বোচ্চ পারদ থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। ২৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে সর্বনিম্ন তাপমাত্রা। আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার দক্ষিণবঙ্গের সবকটি জেলায় বর্ষণের পূর্বাভাস রয়েছে। শুধু বৃষ্টি নয়, সঙ্গে ঝোড়ো হাওয়াও বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে।
আরও পড়ুন:

চেনা দেশ অচেনা পথ, পর্ব-১১: বন থেকে বনান্তরে

হেলদি ডায়েট: বেশি কলা খাওয়ার অভ্যাস কি স্বাস্থ্যকর? মারাত্মক কোনও রোগের কারণ হয়ে উঠবে না তো?

হাওয়া দফতর জানিয়েছে, বাংলায় আগামী সোমবার পর্যন্ত বৃষ্টি চলবে। রবিবার ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর এবং দুই ২৪ পরগনায়। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে অন্য জেলাগুলোয়। সোমবারও দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ৩০ থেকে ৪০ কিমি বেগে বইবে দমকা হাওয়াও।
আরও পড়ুন:

দশভুজা: সেই ষোলো মিনিটের দূরত্ব কোনওদিন পূরণ হয়নি

কী ভাবে হলুদ খেলে হজমশক্তি বাড়বে, উপকার পাবেন সবথেকে বেশি

হাওয়া দফতর বৃষ্টির সতর্কতা জারি করেছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। শনিবার উত্তরবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। রবিবার দুই দিনাজপুর, মালদহ, জলপাইগুড়ি, কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়ে দিয়েছে, ২১ মার্চ, মঙ্গলবার থেকে ক্রমশ ঝড়বৃষ্টির প্রভাব কমবে।

Skip to content