সোমবার ৮ জুলাই, ২০২৪


ছবি প্রতীকী

পুজো আর মাত্র সপ্তাহ তিনেক বাকি। বাজার গমগম করছে। ঠাসা ভিড়ের মধ্যে চলছে শেষ মুহূর্তের কেনাকাটা। এই পরিস্থিতিতে আমজনতার দুর্ভোগ কমাতে ১০ অগস্ট অর্থাৎ শনিবার থেকেই কলকাতায় শুরু হয়েছে পুজো স্পেশাল বাস পরিষেবা। পশ্চিমবঙ্গ পরবহণ নিগমের উদ্যোগে কলকাতার রাস্তায় রাস্তায় বেরিয়ে পড়েছে পুজো স্পেশ্যাল শপিং বাস। উৎসব মরসুমে যাত্রীরা এই বিশেষ বাস পরিষেবা পাবেন আগামী ২৫ সেপ্টেম্বর, মহালয়ার দিন পর্যন্ত। পরিবহণ দফতর সূত্রে জানা গিয়েছে, কলকাতার রাস্তায় ‘পুজো স্পেশ্যাল শপিং বাস’ চলবে দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত। প্রধানত শেষ মুহূর্তের পুজোর কেনাকাটা সেরে ফেরার পথে যাত্রীদের যাতে ভোগান্তি কম হয় তার জন্য এই বাস পরিষেবা দেওয়া হচ্ছে।
আরও পড়ুন:

শিশুকে নিয়ে বেড়াতে যাচ্ছেন? কোন কোন বিষয়ে সতর্কতা প্রয়োজন? কী কী ওষুধ সঙ্গে রাখবেন? রইল পরামর্শ

গাউন, গ্লিটজ, গ্ল্যামার…রকমারি কাট, রঙের বাহার, কিন্তু আপনার জন্য কেমন গাউন ‘পারফেক্ট’ বুঝবেন কী করে?

‘ওয়েস্ট বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন’-এর এই অতিরিক্তি বাস পরিষেবা পাওয়া যাবে প্রতি শনিবার, রবিবার এবং সরকারি ছুটির দিনগুলিতে। মোট ন’টি রুটে বাস চলবে। ওই ন’টি বিশেষ রুট হল, এসপ্ল্যানেড থেকে হাওড়, এসপ্ল্যানেড থেকে ডানলপ, শ্যামবাজার থেকে ব্যারাকপুর কোর্ট, হাওড়া থেকে গড়িয়াহাট, গড়িয়াহাট থেকে পর্ণশ্রী এবং গড়িয়াহাট থেকে বেহালা চৌরাস্তা। পরিবহণ দফতর সূত্রে এও জানা গিয়েছে, ন’টি রুটকে এমন ভাবে সাজানো হয়েছে, যেখানে পুজোর কেনাকাটা করার জন্য বেশিরভাগ বড় বড় বাজার, শপিং মল প্রভৃতি রয়েছে। শুধু তাই নয়, এই অতিরিক্ত বাস পরিষেবার জন্য আলাদা করে ভাড়াও বাড়ানো হয়নি।

Skip to content