বুধবার ৩ জুলাই, ২০২৪


ছবি প্রতীকী

পারদ এখনও ঊর্ধ্বমুখী। শীতের শিরশিরানি উধাও। আলিপুর আবহাওয়া অফিস রিপোর্ট বলছে, বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছিল ২০.৬ ডিগ্রি সেলসিয়াস! অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৭ ডিগ্রি সেলসিয়াস বেশি!
কয়েকদিন বাদে শুরু নতুন বছর। ডিসেম্বরের শেষে তাপমাত্রা কি না স্বাভাবিকের চেয়ে ৭ ডিগ্রি বেশি! গতকাল মঙ্গলবার শহরের তাপমাত্রা ছিল ২০.৭ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদেরা বলছেন, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে ২০.৭ ডিগ্রি সেলসিয়াস হতে দেখা যায়নি। এই প্রথম গত ৫০ বছরে সর্বনিম্ন তাপমাত্রা এতটা ঊর্ধ্বমুখী হয়েছে। ডিসেম্বরের শেষে পর পর দু’দিন অর্থাৎ মঙ্গলবার ও বুধবার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৭ ডিগ্রি সেলসিয়াস বেশি।
আরও পড়ুন:

কোভিড টিকা ইনকোভ্যাক সবার জন্য নয়, কারা এই টিকা নিতে পারবেন? কাদের জন্য ঝুঁকি? বিশেষজ্ঞের মতামত কী

এবার হোয়াটসঅ্যাপে তারিখ দিয়েই খুঁজে পাওয়া যাবে পুরনো মেসেজ! কীভাবে?

হাওয়া অফিস জানিয়েছে, বুধবার সকালে কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যাবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আকাশ ঝলমলে থাকবে। কলকাতায় বুধবার সর্বোচ্চ তাপমাত্রার পারদ ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। মঙ্গলবার দুপুরে তাপমাত্রা ছিল ২৭.৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি।
আরও পড়ুন:

জিভে জল আনা এমন ফুলকপির পরোটাতেই জমে যাক শীতের পাত!

হেলদি ডায়েট: সুস্থ থাকতে কী খাচ্ছেন, তার থেকেও বেশি জরুরি কখন খাচ্ছেন, জানতেন?

আবহাওয়াবিদেরা জানিয়েছেন, উচ্চচাপ বলয়ের জন্য গাঙ্গেয় বাংলায় সমুদ্র থেকে আগত হাওয়ার দাপট বেড়েছে। আবার উত্তুরে ঠাণ্ডা হাওয়াও তুলনায় কম বইছে। এর জন্যই ডিসেম্বরের শেষেও তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হয়েছে।

Skip to content