ছবি প্রতীকী
আগামী ২৪ ঘণ্টা রাতের তাপমাত্রার পারদ প্রায় একই রকম থাকবে। যদিও এর পর থেকে পরবর্তী চার দিন ক্রমশ পারদ ঊর্ধ্বমুখী হবে। বৃহস্পতিবার বিকেলে এমনটাই জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব চট্টোপাধ্যায়।
তাপমাত্রার পরিবর্তন সম্পর্কে হাওয়া অফিসের বক্তব্য, আগামী ২০ জানুয়ারি উত্তর পশ্চিম ভারতে পশ্চিমি ঝঞ্ঝা প্রবেশ করতে চলেছে। সেই সঙ্গে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে বিপরীত ঘূর্ণাবর্ত। তাই উত্তুরে হাওয়াও ক্রমশ দুর্বল হয়ে পড়বে। ফলস্বরূপ রাজ্যে প্রবেশ করবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ উষ্ণ হাওয়া। আর এ ভাবেই ক্রমশ কমতে থাকবে শীতের শিরশিরানি।
আরও পড়ুন:
সাগরদিঘিতে উপনির্বাচনের জন্য বদলে গেল মাধ্যমিক পরীক্ষার সূচি, নতুন তারিখ জানিয়ে দিল পর্ষদ
ষাট পেরিয়ে, পর্ব-২৩: শীত হোক বয়স্কদের জন্যও উপভোগ্য/১
হোমিওপ্যাথি, চোখে ঘন ঘন আঞ্জনি হয়? কী ভাবে কমবে? হোমিওপ্যাথিতে রয়েছে সহজ সমাধান
আবহবিদেরা জানিয়েছেন, আপাতত দার্জিলিং ছাড়া রাজ্যের অন্য কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই। অল্প বিস্তর বৃষ্টি হতে পারে দার্জিলিঙে। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছিল ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ স্বাভাবিকের থেকে তাপমাত্রা ২ ডিগ্রি বেশি। মাঘ মাসের শুরুতেই শীতের ইনিংস শেষ করে দেবে পশ্চিমি ঝঞ্ঝা? তেমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।