ছবি প্রতীকী
তাপমাত্রার দু’দিন ধরে ঊর্ধ্বমুখী থাকার পর আবার বেশ কিছুটা কমল কলকাতার পারদ। বৃহস্পতিবার মহানগরের সর্বনিম্ন পারদ ছিল ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার সকালে সেই তাপমাত্রা প্রায় ৩ ডিগ্রি নেমেছে। আজ কলকাতার সর্বনিম্ন পারদ ছিল ১৩.৩ ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিস জানিয়েছে, শুক্রবারের এই সর্বনিম্ন পারদ স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম।
শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকবে ২৩.৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। অর্থাৎ স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম তাপমাত্রা। ভোরের দিকে কলকাতার আকাশ কুয়াশায় ঢাকা থাকলেও বেলা বাড়লে আকাশ পরিষ্কার হয়ে যাবে। আপাতত বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।
হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, শুধু কলকাতা নয়, পারদপতন হয়েছে দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বর্ধমানের মতো পশ্চিমের জেলাগুলি হিমেল হাওয়া বইছে।
হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, শুধু কলকাতা নয়, পারদপতন হয়েছে দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বর্ধমানের মতো পশ্চিমের জেলাগুলি হিমেল হাওয়া বইছে।
আরও পড়ুন:
শাশ্বতী রামায়ণী, পর্ব-৩২: শোকের আঁধারে আকাশ কালো—অযোধ্যায়
জ্যোতির্লিঙ্গ যাত্রাপথে, পর্ব-৩: বাবা বিশ্বনাথের দরবারে
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আপাতত কাঁপুনি দেওয়া শীত পড়ার কোনও সম্ভাবনা নেই। দু’দিন পর তাপমাত্রা আরও বাড়তে পারে। কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকার ২ ডিগ্রি থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রার পারদ বাড়তে পারে।
আরও পড়ুন:
এগুলো কিন্তু ঠিক নয়, পর্ব-৩: টক খেওনা ধরবে গলা
সাগরদিঘিতে উপনির্বাচনের জন্য বদলে গেল মাধ্যমিক পরীক্ষার সূচি, নতুন তারিখ জানিয়ে দিল পর্ষদ
তাপমাত্রা বাড়লেও ভোরের দিকে কুয়াশা থাকবে সারা রাজ্যে। ফলে দৃশ্যমানতাও কম থাকবে। উত্তরবঙ্গের জেলাতেও ঘন কুয়াশা থাকবে। যদিও উত্তরবঙ্গে ঠান্ডায় তেমন কোনও ফেরফের হবে না। জাঁকিয়ে ঠান্ডা থাকবে দার্জিলিং-কার্শিয়াঙে।