বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

নতুন বছরের শুরু থেকে জোরদার ব্যাটিং করছে শীত। রাজ্যের সর্বত্র জাঁকিয়ে শীত পড়েছে। স্বাভাবিক উত্তুরে হাওয়ার জেরে ধীরে ধীরে পারদ পতন হচ্ছে। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন পারদ ছিল ১২.৭ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এই তাপমাত্রা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ১ ডিগ্রি সেলসিয়াস কমেছে।
শুধু কলকাতা নয়, তাপমাত্রা কমেছে রাজ্যের সর্বত্র। এই জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ইতিমধ্যেই ১০ ডিগ্রির নীচে নেমেছে। বৃহস্পতিবার দার্জিলিঙে সর্বনিম্ন তাপমাত্রা কালিম্পঙে সর্বনিম্ন তাপমাত্রা ৭.৫ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার সকালে গ্যাংটকের সর্বনিম্ন তাপমাত্রা ৫.৪ ডিগ্রি সেলসিয়াসে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার মালদহ এবং কোচবিহারের সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ১০.৯ এবং ১০.৫ ডিগ্রি সেলসিয়াস। পুরুলিয়া এবং বর্ধমানের সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৯.৮ ডিগ্রি এবং ৮.৬ ডিগ্রি সেলসিয়াস। বাঁকুড়া এবং বহরমপুরের সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ১১.৩ ডিগ্রি এবং ১০.২ ডিগ্রি সেলসিয়াস। পানাগড় এবং শ্রীনিকেতনের সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ১০.৬ ডিগ্রি এবং ৯.৪ ডিগ্রি সেলসিয়াস। ডায়মন্ড হারবার এবং দিঘার সর্বনিম্ন তাপমাত্রা ১২.২ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার ক্যানিং এবং মেদিনীপুরের সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ১২.৪ ডিগ্রি এবং ১২ ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুন:

মনের সব অন্ধকার কাটবে পিয়ানোর সুরেই, সমীক্ষায় দাবি

শাশ্বতী রামায়ণী, পর্ব ২৯: নদীর তীর, বনের পথ, শোক সামলে ছুটল রথ…

আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, এই প্রথম বার মরসুমে তাপমাত্রার পারদ নেমে ১২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ধুকেছে। এর আগে গত বছর ১৭ ডিসেম্বর শহরের সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছিল ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিস সূত্রের খবর, সে দিন ছিল মরসুমের শীতলতম দিন। তবে বৃহস্পতির কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা সেই রেকর্ড ভেঙে দিইয়েছে। বৃহস্পতির মহানগরের তাপমাত্রার পারদ একেবারে ১২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছেছে।
আরও পড়ুন:

অনন্ত এক পথ পরিক্রমা, পর্ব-১: অমৃতের সন্ধানে…

প্রতি দিন এই ৩ যোগাসনে দূরে থাকবে কোভিডের নতুন উপরূপ

আরও পড়ুন:
বুধবার শহরের সর্বনিম্ন পারদ ছিল ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছিল ২১.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি সেলসিয়াস কম।

ডায়াবিটিস বাসা বেঁধেছে শরীরে? কী কী লক্ষণ দেখলেই রক্ত পরীক্ষা করাতে হবে? জেনে নিন খুঁটিনাটি

পর্ব-১: নারী কি আলাদা? তাঁরা পুরুষদের সঙ্গে বসতে ভয় পান? তাহলে কি এত আয়োজন শুধু তাঁদের ভয় দেখাতে…

আলিপুর আবহাওয়া অফিস সূত্রের জানা গিয়েছে, বৃহস্পতিবার তাপমাত্রা স্বাভাবিকের নীচেই থাকার সম্ভাবনা রয়েছে। সারা বাংলা জুড়ে জাঁকিয়ে শীত অনুভূত হবে। কুয়াশা হলেও তা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার হয়ে যাবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আকাশ ঝলমলে থাকবে।

Skip to content