ছবি প্রতীকী
শেষ সময়ে ঝোড় ব্যাটিং! কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পারদ শুক্রবারের থেকে আরও কিছুটা কমল। শুক্রবার মহানগরের সর্বনিম্ন পারদ ছিল ১৫.২ ডিগ্রি সেলসিয়াস। শনিবার আরও কিছুটা কমে তাপমাত্রা দাঁড়ায় ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম।
হাওয়া অফিস জানিয়েছে, শহরের সর্বোচ্চ তাপমাত্রার পারদ ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি কম ছিল। শনিবার সর্বোচ্চ তাপমত্রা ২৬ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের কাচাকাছি থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
আরও পড়ুন:
বইয়ের দেশে: বইমেলায় বই হয়ে সময় আপডেটস-এর ‘গল্পকথায় ঠাকুরবাড়ি’
আপনি কি চুলের বাড়তি যত্নে হেয়ার মাস্ক লাগাচ্ছেন? কিন্তু ব্যবহারের নিয়ম জানেন তো
আবহাওয়া দফতরের কথায়, এই মুহূর্তে বাংলার পশ্চিমে উত্তরপ্রদেশের কাছাকাছি পশ্চিমি ঝঞ্ঝা অবস্থান করছে। শীত নিখোঁজ হওয়ার পিছনে এই ঝঞ্ঝাই দায়ী। উত্তুরে হাওয়া ঢুকতে বাধা পাচ্ছে পশ্চিমি ঝঞ্ঝার জেরে। তাই তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী ছিল। এখন সেই প্রভাব কেটে গিয়েছে। তাই উত্তুরে হাওয়া ধীরে ধীরে স্বাভাবিক হয়েছে। নিম্নমুখী হয়েছে তাপমাত্রা।
আরও পড়ুন:
চেনা দেশ অচেনা পথ, পর্ব-৫: জনজাতি ও জনসত্ত্বা
বাঙালির মৎস্যপুরাণ, পর্ব-৪১: মৎস্যজীবীদের মীন সংগ্রহে যথাযথ প্রশিক্ষণ দিলে প্রচুর অপচয় কমবে, রক্ষা পাবে মাছের জীব বৈচিত্র্যও
যদিও এই শীতের আমেজ বেশি স্থায়ী হবে না। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী ৭২ ঘণ্টায় তাপমাত্রায় তেমন হেরফের হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু তার পর থেকে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হতে পারে। বাড়তে পারে ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত।