শুক্রবার ৫ জুলাই, ২০২৪


ছবি প্রতীকী

জানুয়ারি মাসের শেষও সেই শীতের আমেজ নেই। তাপমাত্রার পারদের ওঠানামা অব্যাহত। কখনও তাপমাত্রা ঊর্ধ্বমুখী, আবার কখনও কমে যাচ্ছে দুই থেকে তিন ডিগ্রি।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, জানুয়ারি মাসের শেষ দিন মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন পারদ ছিল ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি। তাপমাত্রা বেড়েছে সোমবারের তুলনায়। সোমবার শহরের সর্বনিম্ন পারদ ছিল ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার আবার তাপমাত্রা এক ধাক্কায় বেড়ে গিয়েছে ৩ ডিগ্রি।
আরও পড়ুন:

স্বাদে-গন্ধে: মিষ্টি কিছু খেতে ইচ্ছে করছে? বাড়িতে ঝটপট বানিয়ে ফেলুন জিভে জল আনা ক্ষীর মাধুরী

অনন্ত এক পথ পরিক্রমা, পর্ব-৫: ভক্তের আন্তরিকতা ও প্রার্থনা, ভগবানকে রেশম সুতোয় বেঁধে রাখে

সোমবার মহানগরের সর্বোচ্চ তাপমাত্রা ২৮.১ ডিগ্রি সেলসিয়াস ছিল। অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি। হাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবারের তাপমাত্রার পারদ ১৮ ডিগ্রি থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। আকাশ থাকবে পরিষ্কার। সকালের দিকে কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যাবে।
আরও পড়ুন:

উত্তম কথাচিত্র, পর্ব-২২: স্বপ্নের সারথি পাঠিয়েছেন ‘বকুল’ ফুল

ক্লাসরুম: মাধ্যমিক ২০২৩: ইংরাজি পরীক্ষার প্রস্তুতি কীভাবে নিলে ভালো ফল করা সম্ভব, তা দেখে নাও একঝলকে

প্রায় রোজ দিনই তাপমাত্রার পারদ স্বাভাবিকের থেকে বেশি থাকছে। আবহাওয়া দফতর জানিয়েছে, এই মুহূর্তে বাংলার পশ্চিমে উত্তরপ্রদেশের কাচাকাছি পশ্চিমি ঝঞ্ঝা অবস্থান করছে। শীত নিখোঁজ হওয়ার পিছনে এই ঝঞ্ঝাই দায়ী। উত্তুরে হাওয়া ঢুকতে বাধা পাচ্ছে পশ্চিমি ঝঞ্ঝার জেরে।

আবহবিদেরা জানিয়েছেন, আগামীকাল বুধবার থেকে আবহাওয়ার কিছুটা বদল হতে পারে। ক্রমশ পশ্চিমি ঝঞ্ঝার প্রভাব কাটবে। তাই আগামী কয়েকটা দিন শীতের শিরশিরানি ফেরার সম্ভাবনা রয়েছে।

Skip to content