সোমবার ৮ জুলাই, ২০২৪


ছবি প্রতীকী

কলকাতার তাপমাত্রার পারদ কিছুটা কমেছে। একটানা তাপমাত্রা ঊর্ধ্বমুখী হওয়ায় অনেকেই ভেবেছিলেন জানুয়ারি মাস শেষ হওয়ার আগেই বিদায় নিয়েছে শীত। যদিও রবিবার কলকাতার ঠান্ডা কিছুটা হলেও বাড়েছে। তবে এখনও তাপমাত্রার পারদ স্বাভাবিকের থেকে বেশি।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার মহানগরের সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছিল ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ স্বাভাবিক তাপমাত্রার থেকে ৩ ডিগ্রি বেশি। শনিবার শহরের সর্বোচ্চ পারদ ছিল ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি।
আরও পড়ুন:

গাঢ় নীল স্যুট, চোখে রোদচশমা, নতুন ভিডিয়োতে ‘অ্যানিমাল’-এর লুকে ধরা দিলেন রণবীর

পর্দার আড়ালে: পর্ব-২৫: নচিকেতা ঘোষ দেখলেন শান্তাপ্রসাদের হাতের সঙ্গে বোল মিলছে না, সুরকার নিরুপায় হয়ে ডাকলেন তবলা বাদক রাধাকান্তকে

হাওয়া অফিস জানিয়েছে, শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.২ ডিগ্রি সেলসিয়াস ছিল। রবিবার তার থেকে ২ ডিগ্রি নেমেছে তাপমাত্রার পারদ। সারাদিন আকাশ পরিষ্কার থাকবে। সকালের সামান্য কুয়াশা থাকলেও বেলা বাড়লে আকাশ পরিষ্কার হয়ে যাবে।
আরও পড়ুন:

শীতের সন্ধ্যায় অন্য রকমের কিছু চাই? তাহলে সহজে বানিয়ে ফেলুন নারকেলের সিঙারা

দশভুজা: ‘ওগো তুমি যে আমার…’— আজও তাঁর জায়গা কেউ নিতে পারেনি/২

হাওয়া দফতর এও জানিয়ে, রাজ্যে উত্তুরে হাওয়া দুর্বল হয়ে পড়ার পিছনে মূলত কারণ হল পশ্চিমি ঝঞ্ঝা। তাই সময়ের আগেই নিখোঁজ হয়েছে শীতের আমেজ। ফলস্বরূপ জানুয়ারি মাসেই শহর থেকে শীত গায়েব হয়ে যায়। পাশাপাশি, বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। এর ফলে রাজ্যে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। সে কারণে সময়ের আগেই উষ্ণ হয়ে উঠেছে আবহাওয়া।

Skip to content