শুক্রবার ৫ জুলাই, ২০২৪


ছবি প্রতীকী

প্রজাতন্ত্র দিবস এবং সরস্বতী পুজো নিয়ে বৃহস্পতিবার সকাল থেকেই মেতে রয়েছেন সবাই। বেশ কয়েক দিন তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। বৃহস্পতিবার সরস্বতী পুজোর দিন কি কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকার পারদপতন হবে?
আলিপুর আবহাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবারও শহরের তাপমাত্রার পারদ তেমন পরিবর্তন হবে না। আজ মহানগরের সর্বনিম্ন পারদ ছিল ১৮.২ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ স্বাভাবিক তাপমাত্রার থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ পারদ ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকার সম্ভাবনা। বুধবার ২৯.২ ডিগ্রি সেলসিয়াস ছিল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার পারদ। সকালের দিকে কুয়াশা থাকলেও বেলা বাড়লে আকাশ পরিষ্কার হয়ে যাবে। কলকাতায় আগামী ২৪ ঘণ্টায় বর্ষণের পূর্বাভাস নেই।
আরও পড়ুন:

গুগল ডুডলে প্রজাতন্ত্র দিবসে মোদীর ‘কর্তব্যপথ’, গুজরাতের শিল্পী আঁকলেন কুচকাওয়াজের ছবি

ডায়েট ফটাফট: সব খাবারের সেরা সুপারফুড কিনোয়া খান, ওজন কমান

হাওয়া অফিস সূত্রের খবর, কিছু দিন হল সকালের দিকে তাপমাত্রার পারদ ১৮ ডিগ্রি সেলসিয়াসের উপরেই রয়েছে। আবহবিদরা মনে করছেন, তাপমাত্রা ধীরে ধীরে বাড়ছে মূলত পশ্চিমি ঝঞ্ঝার কারণেই। উত্তুরে হাওয়ারও দাপট কমছে। তবে আলিপুর আবহাওয়া দফতরের আশাস, এই ঝঞ্ঝা কেটে গেলেই ফের তাপমাত্রার কিছু হলেও কমবে।
আরও পড়ুন:

বৈষম্যের বিরোধ-জবানি, পর্ব-৪: যা পুরুষ নন, তাই হলেন নারী

এগুলো কিন্তু ঠিক নয়, পর্ব-৪: আপনি কি খেয়ে উঠেই শুয়ে পড়বেন? জানেন কী হচ্ছে এর ফলে

হাওয়া দফতর সূত্রে এও জানা গিয়েছে, রাতের দিকের তাপমাত্রাও কিছুটা হলেও কমবে। রাতের দিকের পারদ ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। যদিও আগামী ৪৮ ঘণ্টায় পারদপতনের সম্ভাবনা নেই। তবে তিন দিন পর রাতের পারদ কমবেশি ২ ডিগ্রি সেলসিয়াসের মতো কমতে পারে।

Skip to content