শুক্রবার ৫ জুলাই, ২০২৪


ছবি প্রতীকী

জানুয়ারি মাসের শেষ সপ্তাহে উধাও শীত! বুধবার সকালে কলকাতার তাপমাত্রার পারদও ঊর্ধ্বমুখীই থাকল। বুধবার তিলোত্তমা কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। আর সর্বোচ্চ পারদ ২৮.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি।
সকাল আকাশ কুয়াশাচ্ছন্ন ছিল। যদিও বেলা গড়াতে পরিষ্কার হয়েছে শহরের আকাশ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।
হাওয়া দফতর আগেই জানিয়েছিলে, জানুয়ারির শেষ সপ্তাহ থেকে ধীরে ধীরে শীত কমতে থাকবে। ক্রমশ পারদ ঊর্ধ্বমুখী হবে। শুধু তাই নয়, সরস্বতী পুজোর আগে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পারদ ২০ ডিগ্রি সেলসিয়াসও ছুঁতে পারে।
আরও পড়ুন:

দূষণে দুর্বিষহ অবস্থা তিলোত্তমা কলকাতার, ঘরে ঘরে বাড়ছে অসুখ-বিসুখ, পারদ ঊর্ধ্বমুখী হলে পরিস্থিতির উন্নতি?

শৌনক সেনের তথ্যচিত্র অস্কারে মনোনীত, খুশির জোয়ারে ভাসলেন বঙ্গসন্তান

দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলি থেকেও শীত ধীরে ধীরে উধাও হচ্ছে। ঠান্ডার আমেজে ভাটা পড়েছে পশ্চিমের জেলাগুলিতেও। যদিও আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তরবঙ্গে আরও কিছু দিন ঠান্ডার আমেজ থাকতে পারে।
আরও পড়ুন:

ইংলিশ টিংলিশ: জেনে নাও Unseen Comprehension এ কীভাবে পাবে ফুল মার্কস এবং পড়বে কোন Phrasal Verbগুলো

স্বাদে-গন্ধে: সামনেই জন্মদিন? বিশেষ দিনের ভূরিভোজে বানিয়ে ফেলুন কাশ্মীরি পদ মটন রোগান জোস!

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হয়েছে বিপরীত ঘূর্ণাবর্ত। এর প্রভাবে রাজ্যে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ধুকছে। পাশাপাশি পশ্চিমি ঝঞ্ঝার জেরে উত্তুরে হাওয়ার দাপটও কমতে শুরু করেছে। এই দুই কারণে কলকাতা-সহ বাংলার বেশ কয়েকটি জেলায় তাপমাত্রার পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী হতে পারে বলে হাওয়া দফতর আগেই আগেই জানিয়েছিল।

Skip to content