ছবি প্রতীকী
ফের জাঁকিয়ে ঠান্ডা পড়বে? আবহাওয়া দফতর সূত্রের খবর, রাজ্যের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী দিন তিনেক ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হতে পারে। পাশাপাশি আগামী রবিবারের পরে ফের পারদপতন হওয়ার সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গে দুই মেদিনীপুর, মুর্শিদাবাদ এবং দুই ২৪ পরগনাতেও কুয়াশা থাকতে পারে। হাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমি ঝঞ্ঝা উত্তর ভারতে প্রভাব ফেললেও, বাংলায় তেমন প্রভাব পড়বে না। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন পারদ ছিল ১২.৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। ২৭ ডিগ্রি সেলসিয়াস ছিল সর্বোচ্চ তাপমাত্রা। সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা আগামী কয়েক দিনে কিছুটা ড়তে পারে।
আরও পড়ুন:
হরিয়ানায় গ্যাস সিলিন্ডার লিক করে বাড়িতে আগুন, ঝলসে মৃত্যু বাংলার একই পরিবারের ৬ জনের
৫ ব্যায়ামে থাইরয়েডের সমস্যার সহজ সমাধান
হাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গের জেলাগুলিতে তেমন তাপমাত্রার পরিবর্তন হবে না। চলতি সপ্তাহেও ভালোই ঠান্ডা থাকবে। ঘন কুয়াশা থাকবে কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, মালদহ জেলায়। ফলে কোথাও কোথাও দৃশ্যমানতা কম থাকতে পারে বলে হাওয়া অফিস জানিয়েছে।