রবিবার ২৪ নভেম্বর, ২০২৪


রবিবারও ঠান্ডায় কাবু কলকাতা। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পারদ রবিবারও ১২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। অর্থাৎ স্বাভাবিক তাপমাত্রার থেকে ২ ডিগ্রি কম। পাশাপাশি আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, বাংলার ৫ জেলায় শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার শহরের সর্বনিম্ন পারদ ১২.২ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা ২২.১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। অর্থাৎ স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি কম তাপমাত্রা। একাধিক জেলাতেও পারদপতন চলছে। রবিবার আকাশ পরিষ্কার থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

 

রবিবার বাংলার কোথায় কত সর্বনিম্ন তাপমাত্রা?

দার্জিলিঙ: ৭.২ ডিগ্রি সেলসিয়াস
কালিম্পঙ: ৯ ডিগ্রি সেলসিয়াস
মালদহ: ৯.১ ডিগ্রি সেলসিয়াস
কোচবিহার: ১০.২ ডিগ্রি সেলসিয়াস
বাঁকুড়া: ৯.৮ ডিগ্রি সেলসিয়াস
জলপাইগুড়ি: ৯.৩ ডিগ্রি সেলসিয়াস
শ্রীনিকেতন: ৯.৩ ডিগ্রি সেলসিয়াস
কৃষ্ণনগর: ৯.২ ডিগ্রি সেলসিয়াস
কলাইকুন্ডা: ৯.৮ ডিগ্রি সেলসিয়াস
বালুরঘাট: ১০ ডিগ্রি সেলসিয়াস
কাঁথি: ১০ ডিগ্রি সেলসিয়াস
ব্যারাকপুর: ১০ ডিগ্রি সেলসিয়াস
দিঘা: ১০.৭ ডিগ্রি সেলসিয়াস
মেদিনীপুর: ১০.৫ ডিগ্রি সেলসিয়াস
আসানসোল: ১০.৪ ডিগ্রি সেলসিয়াস
পানাগড়: ১০.৫ ডিগ্রি সেলসিয়াস
উলুবেড়িয়া: ১০.৪ ডিগ্রি সেলসিয়াস
বাগডোগরা: ১১.৬ ডিগ্রি সেলসিয়াস
ক্যানিং: ১১ ডিগ্রি সেলসিয়াস।
ডায়মন্ড হারবার: ১১.৪ ডিগ্রি সেলসিয়াস

আরও পড়ুন:

প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী, বয়স হয়েছিল ৮৮ বছর

শীতের আমেজে ভোরবেলা লেপ ছাড়তে ইচ্ছা করে না? জানেন, কোন ব্যায়ামগুলি বিছানায় বসেই করা যায়?

আবহাওয়া দফতরের কথায়, আগামী ৩ দিন তাপমাত্রার তেমন কোনও বদল হবে না। ১২ ডিগ্রির কাচাকাছিই থাকবে কলকাতায় তাপমাত্রার পারদ। সঙ্গে রাজ্যের ৫ জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। আগামী কয়েক দিন শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, উত্তর দিনাজপুর, মালদহ এবং দক্ষিণ দিনাজপুরে।
আরও পড়ুন:

মধ্যপ্রদেশ বা ছত্তিশগড় নয়, আমাদের এই বাংলাতেই রয়েছেন ডোকরা শিল্পীরা

তবে হাওয়া দফতর তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাসের কথাও জানিয়েছে। হাওয়া অফিস বলেছে, আগামী ৩ দিন পারদের তেমন পরিবর্তন না হলেও তার পর থেকে আস্তে আস্তে তাপমাত্রা বাড়বে। কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় সপ্তাহের শেষে ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রার পারদ বাড়তে পারে।

Skip to content