ছবি: প্রতীকী। সংগৃহীত।
নতুন বছরে সেই কাঁপুনি দেওয়া শীত নেই। অন্যান্য বারের তুলনায় ২০২৪ এর প্রথম দিনে কলকাতার তাপমাত্রার পারদ বেশ কিছুটা বেশি। কবে থেকে জমাটি ঠান্ডা পড়বে, তা বলা যাচ্ছে না। যদিও সপ্তাহের শেষে বাংলায় বর্ষণের পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলার পাঁচটি জেলায় বৃষ্টি হতে পারে।
হাওয়া দফতরের রিপোর্ট বলছে, বছরের প্রথম দিনে আজ কলকাতার সর্বনিম্ন পারদ ছিল ১৬.২ ডিগ্রি। অর্থাৎ, স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি বেশি তাপমাত্রা। তবে টানা ন’দিনের তুলনায় সোমবারের তাপমাত্রার অবশ্য কম।
কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা গত ২৩ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ছিল এরকম:
● ২৩ ডিসেম্বর: ১৬.৯ ডিগ্রি সেলসিয়াস
● ২৪ ডিসেম্বর: ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস
● ২৫ ডিসেম্বর: ১৬.৯ ডিগ্রি সেলসিয়াস
● ২৬ ডিসেম্বর: ১৭.১ ডিগ্রি সেলসিয়াস
● ২৭ ডিসেম্বর: ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস
● ২৮ ডিসেম্বর: ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস
● ২৯ ডিসেম্বর: ১৬.৯ ডিগ্রি সেলসিয়াস
● ৩০ ডিসেম্বর: ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস
● ৩১ ডিসেম্বর: ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস
কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা গত ২৩ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ছিল এরকম:
আরও পড়ুন:
সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-২৯: সুন্দরবনের জনপ্রিয়তম পীর—পীর গোরাচাঁদ
পঞ্চমে মেলোডি, পর্ব-৪৪: তু তু হ্যায় ওহি, দিল নে জিসে আপনা কহাঁ…
হাওয়া দফতর জানিয়ে দিয়েছে, এই মুহূর্তে একটি একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে বাংলাদেশ এবং বঙ্গোপসাগরের বায়ুমণ্ডলের উপর। পাশাপাশি বাংলায় পূর্ব দিক থেকে হাওয়া-বাতাস প্রবেশ করছে। তাই বাতাসে জলীয় বাষ্প তৈরির পাশাপাশি বৃষ্টির জন্য অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।
আরও পড়ুন:
এগুলো কিন্তু ঠিক নয়, পর্ব-৪৩: এক্সপায়ারি ডেটের ওষুধ খাবেন?
দশভুজা, সরস্বতীর লীলাকমল, পর্ব-৫: ঠাকুরবাড়ির দখিনা বাতাস— জ্ঞানদানন্দিনী দেবী
বৃহস্পতিবার এবং শুক্রবার দক্ষিণবঙ্গের পাঁচ জেলা তথা পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কলকাতায় বৃষ্টির পূর্বাভাস নেই। তবে ভোরের দিকে কুয়াশাছন্ন থাকতে পারে। আপাতত কলকাতার তাপমাত্রার পারদের তেমন পরিবর্তন হবে না। এ ছাড়াও বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পঙে। তবে আবহাওয়া দফতর এও জানিয়েছে, সোমবার থেকে আগামী পাঁচ দিন দার্জিলিঙে তুষারপাত হতে পারে।