মঙ্গলবার ৯ জুলাই, ২০২৪


রাতের দিকে বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বইতে পারে। এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। কলকাতা-সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই, এমনটা জানিয়েছে হাওয়া অফিস। তবে আগামী পাঁচদিন তাপমাত্রার হেরফের হওয়ার সম্ভাবনা নেই।
বুধবার হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতেও। সেই সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের আট জেলায়। আজ রাতের মধ্যে ৪০-৫০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে পুরুলিয়া, বাঁকুড়া পশ্চিম বর্ধমানে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, এই মুহূর্তে দুটি নিম্নচাপ অক্ষরেখা বাংলার উপর অবস্থান করছে। এর জেরেই আগামী তিন দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে ছত্তীসগঢ় পর্যন্ত, অন্যটি ।নিম্নচাপ অক্ষরেখাটি পূর্ব উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত এলাকা জুড়ে বিস্তৃত রয়েছে বলে জানা গিয়েছে। আগামী ২২ তারিখ পর্যন্ত কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পং, দার্জিলিং-সহ উত্তরবঙ্গের সব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ও ৪০-৫০ কিমি বেগে হাওয়া বইতে পারে বলে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর।

ছবির নাম

ছবির নাম


Skip to content