বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪


ছবি: প্রতীকী। সংগৃহীত।

এখন এসিও আর ততটা জরুরি নয়। বরং ভোর রাতে কমাতে হচ্ছে পাখা। তাহলে কি বাংলা শীতের জন্য প্রস্তুতি হচ্ছে? ভোরে শিরশিরে ভাব কি তাই-ই জানান দিচ্ছে! এদিকে, আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে, এখন আর নভেম্বরের শুরুর দিকে শীত আসে না। তবে দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টি হতে পারে কালীপুজোর আগের শেষ সপ্তাহান্তে। তার পর ধীরে ধীরে পারদ পতন হতে পারে।
আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ পারদ ছিল ২৪.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের ২ ডিগ্রি বেশি। হাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার পর্যন্ত তাপমাত্রা কমার কোনও পূর্বাভাস নেই। ৪-৫ নভেম্বর অর্থাৎ শনি এবং রবিবার দক্ষিণবঙ্গ জুড়ে অল্প বিস্তর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে কলকাতা দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই শনিবার বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে। রবিবারও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর পরে মঙ্গলবার থেকে তাপমাত্রার পারদ ক্রমশ নামতে পারে বলে আবহাওয়া দফতর মনে করছে।
আরও পড়ুন:

জুনোসিস এড়াতে বন্যপ্রাণীর ‘ওয়েট মার্কেট’ চিরতরে বন্ধ হওয়া উচিত

চোর-পুলিশ খেলায় বদল এনে এ বার ‘রামায়ণ’-এ মন রোহিত শেট্টির

১০ তারিখ শুক্রবার ধনতেরস। ১২ নভেম্বর, রবিবার কালীপুজো। ১৫ নভেম্বর ভাইফোঁটা। বাঙালির এ বছরের বড় উৎসবের ইতি এখানেই। তার আগে নভেম্বরের শেষ কেনাকাটির দিন এই শনি এবং রবিবারই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তবে বাঙালি কিছুটা হলেও শীত অনুভব করবে কালীপুজোর সপ্তাহেই। আবহবিদেরা জানিয়েছেন মঙ্গলবার পারদ কমতে কমতে আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রির নীচে নামতে পারে।

Skip to content