ছবি: প্রতীকী।
এখনই আর বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে আগামী তিন দিনে তাপমাত্রার পারদ কিছুটা কমতে পারে। আলিপুর আবহাওয়া দফতর এমনটাই জানিয়েছে। আগামী তিন দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পারদপতন হতে দেখা যেতে পারে। তার পর আবার দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিবর্তন হবে। অর্থাৎ দিন তিনেক পর থেকে ধীরে ধীরে তাপমাত্রার পারদ আবার ঊর্ধ্বমুখী হবে।
আবহাওয়া অফিসের পূর্বাভাস বলছে, আগামী তিন দিনে দক্ষিণবঙ্গের সব ক’টি জেলায় রাতের দিকের ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রার পারদ কমতে পারে। যদিও আবহাওয়ার এই পরিবর্তন বেশি দিন স্থায়ী হবে না। ফলে দিন তিনেকের পর থেকে বাংলা জুড়ে আবার তাপমাত্রা বাড়তে পারে। দক্ষিণবঙ্গ জুড়ে সেই তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তরবঙ্গের একটি জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং জেলায় বৃহস্পতিবার এবং শুক্রবার হালকা বর্ষণ হতে পারে। তবে উত্তরবঙ্গের অন্য জেলাগুলিতে শুকনো আবহাওয়াই থাকবে।
আরও পড়ুন:
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো ছাড়া সজনে ডাঁটার আর কী কী গুণ রয়েছে?
অম্বানীদের বিয়ের অনুষ্ঠানে নেচে কত টাকা পেলেন শাহরুখ?
মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন পারদ ছিল ২৩ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। আজ মঙ্গলবার মহানগরীর সর্বোচ্চ তাপমাত্রার পারদ ৩১ ডিগ্রির আশপাশে থাকতে পারে। সোমবার ৩০.৭ ডিগ্রি সেলসিয়াস ছিল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার পারদ। অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি সেলসিয়াস কম। মঙ্গলবার কলকাতায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।