বুধবার ৪ ডিসেম্বর, ২০২৪


কলকাতায় বৃষ্টি

ছবি: প্রতীকী।

কলকাতার তাপমাত্রা দু’দিনে ১১ ডিগ্রি সেলসিয়াস কমে গিয়েছে। অসহনীয় গরমে নাজেহাল হয়ে উঠেছিলেন কলকাতাবাসী। দক্ষিণবঙ্গের একাধিক জেলার তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রির গণ্ডিও ছাড়িয়ে গিয়েছিল। তবে রবিবার ঝড়বৃষ্টি তাপমাত্রা অনেকটাই কমিয়ে দিয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিনে গরম আরও কিছুটা কমতে পারে।
আবহাওয়া দফতরের রিপোর্ট বলছে, শনিবার কলকাতার সর্বোচ্চ পারদ ছিল ৩৭.৪ ডিগ্রি। আর সোমবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রার পারদ দাঁড়িয়েছে ২৫.৯ ডিগ্রি, অর্থাৎ স্বাভাবিক তাপমাত্রার থেকে এক ডিগ্রি সেলসিয়াস বেশি। মোট কথা দু’দিনে কলকাতার তাপমাত্রার পার্থক্য দাঁড়িয়েছে ১১.৫ ডিগ্রি সেলসিয়াসে। রবিবার ৩০ ডিগ্রি সেলসিয়াস কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা, অর্থাৎ স্বাভাবিক তাপমাত্রার থেকে পাঁচ ডিগ্রি কম। রবিবার সল্টলেকে ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস ছিল সর্বোচ্চ তাপমাত্রার পারদ। অর্থাৎ স্বাভাবিকের থেকে ৬.২ ডিগ্রি সেলসিয়াস কম তাপমাত্রা। রবিবার বাংলার অন্য কোনও জায়গার সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে এতটা নামেনি।
আরও পড়ুন:

বাঙালির মৎস্যপুরাণ, পর্ব-৯৮: মাছচাষে সার প্রয়োগের ক্ষেত্রে খুবই সতর্কতা প্রয়োজন

মহাকাব্যের কথকতা, পর্ব-৫৭: সাধারণের প্রতি পাণ্ডবদের কৃতজ্ঞতার প্রকাশ কোন মহাভারতীয় শিক্ষা?

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, সোমবারও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে। সোমবার কলকাতা-সহ দক্ষিণের অন্য জেলাগুলিতে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আরও পড়ুন:

দশভুজা, সরস্বতীর লীলাকমল, পর্ব-১৮: মোহিতকুমারী এক মহিলা আত্মজীবনীকার

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-৪০: মা সারদার নিজবাটি

আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার কলকাতায় আবহাওয়া শুকনো থাকবে। তবে বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে। বুধবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রামের মতো কিছু জেলায়। বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে। হাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার এবং শুক্রবার দক্ষিণের সব জেলায় বৃষ্টির সম্ভাবনার রয়েছে। উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন:

রোগা হতে স্যালাড খাচ্ছেন? ডায়েটে রসুন ও কাবলি ছোলা আছে তো?

কোষ্ঠকাঠিন্যের সমস্যায় জেরবার? কোন যোগাসনে সহজে মিটবে সমস্যা?

আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার কলকাতার আকাশ মেঘলা থাকবে। কোনও কোনও এলাকায় বিক্ষিপ্ত ভাবে ঝড় হতে পারে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার পারদ ৩১ ডিগ্রি বেশি হবে না। আগামী দু’দিনে শহরের তাপমাত্রা আরও চার থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।

Skip to content