সোমবার ৮ জুলাই, ২০২৪


ছবি প্রতীকী

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বর্ষা ধুকতে আরও দিন দুয়েক বাকি। এমনিতে কলকাতায় ১১ জুন বর্ষা ঢোকার স্বাভাবিক সময়। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে পারে শনি-রবিবার নাগাদ। আবার এই সময়ের মধ্যে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করলেও শুরুতেই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। এদিকে হাওয়া অফিস সূত্রে খবর, শুক্রবার কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
অন্য দিকে, অতি ভারী বর্ষায় নাজেহাল উত্তরবঙ্গের জেলাগুলি। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, দুই দিনাজপুর, কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভারী থেকে বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টি চলবে রবিবার পর্যন্ত। প্রবল বৃষ্টির জন্য বাড়ছে নদীর জলস্তর। পাশাপাশি টানা এ ভাবে টানা বৃষ্টির জন্য পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কাও করা হচ্ছে।

Skip to content