শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


কলকাতায় বৃষ্টি

ছবি: প্রতীকী।

রাজ্যে আবার বৃষ্টির সম্ভাবনা। এই ভরা বসন্তেও দক্ষিণবঙ্গে সোমবার থেকে বৃষ্টি শুরু হতে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতেও বৃষ্টি হতে পারে।
শনিবার কলকাতার সর্বনিম্ন পারদ ছিল ২০.৫ ডিগ্রি, অর্থাৎ স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা ছিল এক ডিগ্রি সেলসিয়াস কম। শুক্রবার কলকাতার সর্বোচ্চ পারদ ছিল ৩১.৫ ডিগ্রি। আবহাওয়া দফতর জানিয়েছে, আজ শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রার পারদ ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকছিই থাকবে।
আরও পড়ুন:

আর সালোঁয় গিয়ে রোদে পোড়া দাগ ছোপ তুলতে ‘ডি-ট্যান’ করতে হবে না, অ্যালো ভেরা মাখলেই সমস্যার সমাধান

দশভুজা, সরস্বতীর লীলাকমল, পর্ব-১৩: ইন্দিরা দেবী—ঠাকুরবাড়ির আলো!

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার এবং রবিবার বাংলা জুড়ে আবহাওয়া শুকনোই থাকবে। তবে আগামী সোমবার থেকে আবহাওয়ার বদল হতে পারে। সোমবার কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টি হলে হালকা থেকে মাঝারিই হবে। সোমবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম এবং বাঁকুড়া জেলায়। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে এই সব কটি জেলায় আগামী মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি চলবে।
আরও পড়ুন:

পর্দার আড়ালে, পর্ব-৪৯: শ্রদ্ধাঞ্জলি— প্রযোজক-গায়িকা অসীমা মুখোপাধ্যায়, অভিনেত্রী অঞ্জনা ভৌমিক ও গীতিকার মিল্টু ঘোষ

কোষ্ঠকাঠিন্যের সমস্যায় জেরবার? ডায়েটে বদল আনলেই হবে মুশকিল আসান

শুধু দক্ষিণবঙ্গে নয়, উত্তরবঙ্গেও বৃষ্টি চলবে। রবিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারে। সোমবার বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, কোচবিহার, মালদহ এবং উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী বুধবার থেকে আবার গোটা রাজ্যেই শুকনো আবহাওয়া ফিরবে।

Skip to content