সোমবার ১ জুলাই, ২০২৪


ছবি প্রতীকী। সংগৃহীত।

বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে বাংলায় আরও কিছু দিন বর্ষণ চলবে। সেই সঙ্গে আবহাওয়া দফতর বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতাও জারি করেছে। আগামী শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা পূর্বাভাস রয়েছে ওই জেলাগুলিতে। কলকাতায় এখনই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। শহরে মূলত মেঘলা আকাশ থাকবে। বুধবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।
আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট বলছে, বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের চারটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে। ওই চারটি জেলা হল—দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ওপশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম। পাশাপাশি বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়াতেও। আবার শুক্রবার পর্যন্ত ভারী বর্ষণ চলবে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে।
আরও পড়ুন:

দেশের প্রথম আধুনিক চিত্রকর নিরীহের হত্যা মানতে না পেরে গৃহত্যাগী হন

পঞ্চমে মেলোডি, পর্ব-৩১: দিল লেনা খেল হ্যায় দিলদার কা…

ভারী থেকে অতিভারী বর্ষণের সতর্কতা রয়েছে উত্তরবঙ্গেও। মঙ্গলবার হাওয়া দফতর কমলা সতর্কতা জারি করেছে জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে। বাকি জেলাগুলিতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে মঙ্গলবারের পর থেকে উত্তরবঙ্গে বৃষ্টি কমবে। তবে জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে বৃষ্টির পূর্বাভাস থাকছে।

গত কয়েক দিন ধরে ঝাড়খণ্ডেও প্রবল বৃষ্টি হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে ডিভিসি পাঞ্চেত এবং মাইথন জলাধার থেকে যথাক্রমে ৫৫ হাজার কিউসেক এবং ৪৫ হাজার কিউসেক জল ছেড়েছে। এ ভাবে বৃষ্টি চললে আগামী দিনে আরও জল ছাড়তে হতে পারে বলে ডিভিসি জানিয়েছে।
আরও পড়ুন:

এগুলো কিন্তু ঠিক নয়, পর্ব-৩৯: খাবারে একদম মশলা নয়?

কলকাতার পথ-হেঁশেল, পর্ব-৭: ‘কর্ণ’nicles

এ দিকে, সাগরে তৈরি নিম্নচাপ ধীরে ধীরে স্থলভাগের দিকে এগিয়ে আসছে। এর জেরে ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে সমুদ্রের উপর। এই নিম্নচাপের প্রভাব পড়তে পারে ওড়িশা এবং বাংলার উপকূলবর্তী অঞ্চলে। আবহাওয়া দফতর সোমবারেও মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে।

Skip to content