বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪


ছবি: প্রতীকী।

আবার বৃষ্টির পূর্বাভাস।কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় চলতি সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর জেরে বেশ কিছুটা তাপমাত্রা কমতে পারে বলেও জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতর রিপোর্ট বলছে, শুক্রবার ২০.৬ ডিগ্রি সেলসিয়াস ছিল কলকাতার সর্বনিম্ন পারদ। অর্থাৎ স্বাভাবিকের থেকে এক ডিগ্রি সেলসিয়াস কম। বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছিল ২৮.২ ডিগ্রি, অর্থাৎ স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কম। শুক্রবার আকাশ আংশিক মেঘলা থাকবে।
আরও পড়ুন:

উত্তম কথাচিত্র, পর্ব-৬১: ‘বন্ধু’ তোমার পথের সাথী

এই দেশ এই মাটি, পর্ব-৩৬: সুন্দরবনের নদীবাঁধের হাল হকিকত

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। অন্য জেলাগুলিও শনিবার থেকে ভিজবে। কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, হুগলি, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া এবং বীরভূমে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বর্ষণ হতে পারে। রাজ্যের পশ্চিমাংশের জেলাগুলিতে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি চলবে। জদিও কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় শনিবারের পর শুকনো আবহাওয়াই থাকবে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আরও পড়ুন:

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-৩৪: মা সারদার সন্তানসম শিষ্যের দেহরক্ষা

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৮০: ঠাকুরবাড়ির ফরাসি-পাচক

শুক্রবার উত্তরবঙ্গের পাঁচ জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে দার্জিলিঙে রবিবার পর্যন্ত বৃষ্টি চলবে। শনিবার থেকে দার্জিলিং এবং কালিম্পং ছাড়া উত্তরবঙ্গের অন্য জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস নেই। মালদহ, দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুরের আবহাওয়া শুকনোই থাকবে।

Skip to content