সোমবার ৮ জুলাই, ২০২৪


ছবি প্রতীকী

কাল বাদ পরশু তার পরই ডিসেম্বর মাস। ভোর রাত বা সকালের দিকে শীতের আমেজ থাকলেও জাঁকিয়ে ঠান্ডার দেখা নেই। অবশ্য চলতি বছরে নভেম্বরেই রেকর্ড হারে পারদ পতন হয়েছিল শহরে। তাপমাত্রা নেমেছিল ১৬ ডিগ্রির ঘরে। ক’দিনের তুলনায় মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন পারদ ঊর্ধ্বমুখী।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি! সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস ছিল। আগামীকাল বুধবারও মহানগরের সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন:

বিরাটিতে বাড়িতে আগুন লেগে মৃত্যু হয়েছে ২ জনের, প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ড

খাই খাই: বাড়িতেই চিকেন ভর্তা বানাতে চান? জেনে নিন সহজ রেসিপি

হাওয়া দফতর সূত্রে এও জানা গিয়েছে, আগামী কয়েক দিন বিরাট কিছু হেরফের হবে না তাপমাত্রার। তবে শীঘ্রই কলকাতায় ফের পারদপতনের পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৯.২ ডিগ্রি সেলসিয়াস ছিল। অর্থাৎ স্বাভাবিকের থেকে তাপমাত্রা এক ডিগ্রি বেশি।
আরও পড়ুন:

রোগ সারানোর ক্ষমতা রয়েছে শব্দের, কোন শব্দের কী গুণ?

কনসার্টে অরিজিৎ সিংহকে কাছ থেকে দেখতে গুনতে হবে ১৬ লক্ষ টাকা!

হাওয়া দফতর সূত্রে খবর, শহরে তাপমাত্রা বাড়ার অন্যতম কারণ হল উত্তুরে হাওয়ার দাপট জোরালো না হওয়া। যদিও বাংলা জুড়ে ভোরে ও রাতের দিকে ঠান্ডার আমেজ রয়েছে। তবে বেলা গড়ালে ঠান্ডা ভাব উধাও।

Skip to content