রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


ছবি প্রতীকী

কলকাতায় ফের পারদ ঊর্ধ্বমুখী। শনিবারের তুলনায় অল্প হলেও রবিবার শহরের সর্বনিম্ন পারদ বেড়েছে। রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.২ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি। হাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে তাপমাত্রা ঊর্ধ্বমুখীর কারণ হিসেবে বঙ্গোপসাগরে অবস্থিত ঘূর্ণিঝড় এবং নিম্নচাপকে দায়ি করেছে আবহাওয়া দফতর।
আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, কলকাতায় রবিবারের সর্বোচ্চ পারদ থাকবে ২৭.২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। অর্থাৎ স্বাভাবিক তাপমাত্রা। আগামী কয়েকদিনের মধ্যে তাপমাত্রার তেমন হেরফের হবে না।
সপ্তাহের শেষে তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় মনদৌস। তামিলনাড়ু, পুদুচেরীর উপকূল এলাকায় ঘূর্ণিঝড়ের জেরে ভারী ঝড় হয়েছে। এখন সেই ঘূর্ণিঝড় ক্রমশ শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। আগামী কয়েক ঘণ্টায় তার শক্তি আরও কমবে।
আরও পড়ুন:

ধারাবাহিক উপন্যাস, পর্ব-৪৭: বসুন্ধরা এবং…

মুড়ি মুড়কির মতো অ্যান্টিবায়োটিক খাওয়া কতটা ক্ষতিকর? জানুন চিকিৎসকের মতামত

তবে একা মনদৌসে রক্ষা নেই। হাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ আন্দামান সাগরে আরও একটি ঘূর্ণাবর্তের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। আগামী ১৩ ডিসেম্বর সেই ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। তবে এই ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপের জেরে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।

সাই পল্লবী ‘রামায়ণ’-এ সীতা হয়ে বলিউডে পা রাখছেন? পর্দা ভাগ করতে দেখা যাবে হৃতিক, রাম চরণ, প্রভাসকে?

শাশ্বতী রামায়ণী, পর্ব ২৬: ‘সত্যেরে লও সহজে’—রাজসুখ ছেড়ে কি তবে বনবাসী মন?

হাওয়া অফিস আশা করছে, ঘূর্ণিঝড়ের প্রভাব কাটলেই পশ্চিমবঙ্গে কড়া ঠান্ডা পড়বে। ডিসেম্বরের শেষের দিকে দ্রুত পারদ পতন হতে পারে। ফলে বড়দিন এবং নতুন বছরে কনকনে শীত উপভোগ করা যাবে।

Skip to content