রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


ছবি: প্রতীকী।

কলকাতা ও তার পার্শ্ববর্তী জেলাগুলিতে মূলত ঘূর্ণাবর্তের জেরেই বৃষ্টিপাত হচ্ছে। সোমবার আলিপুর আবহাওয়া দফতর তেমনটাই জানিয়েছে। হাওয়া দফতরের রিপোর্ট বলছে, এখন কলকাতায় বর্ষণ চলবে। পাশাপাশি দক্ষিণবঙ্গের অন্য তিন জেলাতেও ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে।
হাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে। মূলত ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ অক্ষরেখাকেই এই বৃষ্টির কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে। হাওয়া দফতরের কথায়, এই মুহূর্তে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত অবস্থান করছে।
আরও পড়ুন:

মন্দিরময় উত্তরবঙ্গ, পর্ব-৫: অনন্যসাধারণ হরিপুরের হরিহর শিবমন্দির

যত মত, তত পথ, পর্ব-৪: শ্রীরামকৃষ্ণের কথা রবীন্দ্রনাথের গান

আগামী ২৪ ঘণ্টার মধ্যে তা নিম্নচাপের রূপ নিতে পারে। এর পাশাপাশি দিঘা থেকে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত অন্য আরেকটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছেন। এই ঘূর্ণাবর্ত এবং জোড়া অক্ষরেখার প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হচ্ছে বলে হাওয়া দফতর জানিয়েছে।
আরও পড়ুন:

পরিবেশ চিন্তায় রামায়ণ ও মহাভারত

ইংলিশ টিংলিশ: Material, Abstract ও Collective Noun কাকে বলে, জানেন?

আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে এখন বর্ষণ চলবে। সোমবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, নদিয়া, মুর্শিদাবাদ, বাঁকুড়া, বীরভূমের কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। এই জেলাগুলিতে মঙ্গলবারও বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে জানানো হয়েছে।

Skip to content