সোমবার ৮ জুলাই, ২০২৪


ছবি: প্রতীকী।

বড়দিনে কি চেনা ঠান্ডার আমেজ পাওয়া যাবে? প্রশ্নের উত্তর মিলেছে আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্টে। তবে শীত নিয়ে সুখবর শোনায়নি হাওয়া দফতর। কারণ, আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, ২৫ ডিসেম্বরের আগে, আগামী কয়েক দিন তাপমাত্রার পারদ বাড়তে পারে। শুধু তাই নয়, তাপমাত্রা স্বাভাবিকের উপরেও উঠতে পারে। ফলে বাংলায় আগামী কয়েক দিনে শীত ধাক্কা খেতে পারে।
কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা মঙ্গলবার সকালে ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতর জানিয়েছে, ডিসেম্বর মাসের এই সময়ের নিরিখে এই তাপমাত্রা স্বাভাবিক। সর্বোচ্চ তাপমাত্রার পারদ ২৪.৩ ডিগ্রি। উত্তরবঙ্গে বেশি পারদ পতন হয়েছে দার্জিলিঙে। সর্বনিম্ন ছিল ৪.৮ ডিগ্রি সেলসিয়াস। কালিম্পংয়ে সর্বনিম্ন ৯.৪ ডিগ্রি। দক্ষিণবঙ্গে বীরভূমের শ্রীনিকেতনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৮ ডিগ্রি। বাঁকুড়ার বিষ্ণুপুর ১০.৫ ডিগ্রি।
আরও পড়ুন:

হাতে সময় খুব কম? বাড়িতেই ধ্যান করতে চান? এ ভাবে মনের মতো পরিবেশ তৈরি করুন

রিভিউ: ক্রাইম থ্রিলারে সাজানো সামাজিক পচনের গল্প, ‘দহাড়’-এ দাপটের সঙ্গে গর্জন সোনাক্ষীর

হাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আপাতত আগামী কয়েক দিনে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পারদ আবার একটু করে বাড়বে। আগামী রবিবার ২৪ ডিসেম্বর কলকাতার সর্বনিম্ন পারদ ১৬-১৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে।

Skip to content