বুধবার ২৯ জানুয়ারি, ২০২৫


ছবি: প্রতীকী।

বাংলার মেগা পুজোর আগে ঘূর্ণিঝড় তেজ আছড়ে পড়বে কি না, তা নিয়ে বেশ কয়েক দিন ধরে জল্পনা চলছিল। যদিও সেই আশঙ্কার মেঘ কেটে গিয়েছে। এ প্রসঙ্গে বৃহস্পতিবার মৌসম ভবন জানিয়েছে, মায়ানমার সংলগ্ন বঙ্গোপসাগরে শুক্রবার একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। রাত ভোর হওয়ার আগেই সে নিম্নচাপে পরিণত হতে পারে। তার পরে খানিক শক্তি বাড়িয়ে নিম্নচাপের রূপ নিয়ে ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলে আসবে। এর জেরে গাঙ্গেয় বঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে ঝড়ের কোনও আশঙ্কার হাওয়া দফতর বলেনি।
এ প্রসঙ্গে আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশকুমার দাস জানিয়েছেন, উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে আগামী মঙ্গলবার থেকে। কোনও কোনও এলাকায় ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। মৌসম ভবনের রিপোর্ট বলছে, ভারী বর্ষণ হতে পারে পড়শি রাজ্য ওড়িশাতেও। ঝাড়খণ্ড এবং বিহারেও আগামী কয়েক দিন বৃষ্টিপাত হতে পারে। আর নিম্নচাপের প্রভাবে শুক্রবার থেকে সোমবার গাঙ্গেয় বঙ্গে হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন:

আপনি কি মদ্যপান করেন? লিভারে ফ্যাট জমেছে কি না পা দেখেই কী ভাবে বুঝবেন?

রিভিউ: ‘মিমি’র কীর্তিতে সফল ‘পরমসুন্দরী’ কৃতী

উল্লেখ্য, মৌসম ভবনের ঋতুপঞ্জি অনুযায়ী, উত্তর-পশ্চিম ভারত থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে থেকে বর্ষা বিদায় নেয়। উত্তর ভারত থেকে বর্ষার বিদায় নেয় সেপ্টেম্বরের শেষ নাগাদ। সেই মতো ৩০ সেপ্টেম্বর বর্ষাকালের শেষ হয়।

এদিকে ঝড়ের শঙ্কা কাটলেও পুজোর আগে দুশ্চিন্তার উদ্রেক ঘটিয়েছে বর্ষার বিলম্বিত বিদায়। স্বাভাবিক পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ থেকে বর্ষা বিদায় নেওয়ার কথা ১০-১১ অক্টোবর নাগাদ। এ বার যে ভাবে বর্ষা এগোচ্ছে তাতে বাংলা থেকে বর্ষা বিদায় বিদায় নিতে নিতে অক্টোবর মাসের তৃতীয় সপ্তাহও পেরিয়ে যেতে বলে মনে করা হচ্ছে। আর অক্টোবরের তৃতীয় সপ্তাহের শেষে দুর্গাপুজো শুরু। তাহলে কি এ বার পুজোর আনন্দ মাটি হবে?

Skip to content