রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


ছবি প্রতীকী। সংগৃহীত।

একেবারে দোরগোড়ায় দাঁড়িয়ে বসন্ত। আগামী ১৪ ফেব্রুয়ারি সরস্বতী পুজো। ইতিমধ্যেই রাজ্যে তাপমাত্রা ঊর্ধ্বমুখী। মাঘ মাস শেষ হতে না হতেই বিদায়ের পথে শীত। তাহলে কি বসন্তের আগমন ঘটেছে? আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, রাজ্যজুড়ে আরও ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রাড় পারদ কমার সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রার পারদ বিশেষ পরিবর্তন হবে না। তবে আবহাওয়া দফতর জানিয়েছে, রাতের দিকে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রার কমতে পারে।
ভোরের দিকে আকাশ কুয়াশাচ্ছন্ন থাকলেও বেলা বাড়লে তা কেটে যাবে। আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। বুধবার কলকাতার সর্বনিম্ন পারদ ২০.৫ ডিগ্রি। অর্থাৎ স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ৪ ডিগ্রি বেশি। মঙ্গলবার শহরের সর্বনিম্ন পারদ ছিল ২১.৮ ডিগ্রি। ২৪ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা সামান্য কমেছে। মঙ্গলবার ২৮.৭ ডিগ্রি ছিল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা। অর্থাৎ, স্বাভাবিক তাপমাত্রার প্রায় সমান ছিল।
আরও পড়ুন:

আত্মবিশ্বাসের অভাবে ভুগছেন? কোন ভিটামিনের অভাবে এমন হচ্ছে?

নিজের সংসার ভেঙেছে, এ বার বিবাহিত তরুণীদের কী পরামর্শ দিলেন সানিয়া?

বুধবার কলকাতার সর্বোচ্চ পারদ ২৮ ডিগ্রি কাছাকাছি থাকতে পারে। দক্ষিণবঙ্গের আবহাওয়া আগামী এক শুষ্ক থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। দার্জিলিং ছাড়া উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুষ্ক থাকবে। দার্জিলিং জেলায় চলতি সপ্তাহে বৃষ্টি হতে পারে। দার্জিলিং জেলায় বুধবার এবং বৃহস্পতিবার বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে তুষারপাতের সম্ভাবনাও আছে। দার্জিলিংয়ে বৃহস্পতিবারের পর এর বৃষ্টির পূর্বাভাস নেই। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। তবে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় চলতি সপ্তাহের শেষের বদল হতে পারে। আগামী রবিবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিতে হতে পারে বলে আলিপুর আবহাওয়া দফতর মনে করছে।

Skip to content