কল্যাণময় গঙ্গোপাধ্যায়।
এবার এসএসসি দুর্নীতি মামলায় গ্রেফতার হলেন প্রাক্তন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার সকালে নিজাম প্যালেসে তাঁকে তলব করেছিল সিবিআই। টানা ছ’ঘণ্টা জেরার তাঁকে গ্রেফতার করা হয়। সন্ধ্যায় কল্যাণময়ের স্বাস্থ্য পরীক্ষার পর তাঁকে নিজাম প্যালেসে ফিরিয়ে আনে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সিবিআই সূত্রে জানা গিয়েছে, স্বাস্থ্য পরীক্ষার পর ফের তাঁকে জেরা করা হয়। শুক্রবার প্রাক্তন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে আদালতে উপস্থিত করাবে সিবিআই।
এদিকে, পার্থ চট্টোপাধ্যায়কে ফের হেফাজতে নিতে চেয়ে আবেদন করেছে সিবিআই। জল্পনা, সিবিআই হয়তো কল্যাণময় এবং পার্থকে মুখোমুখি বসিয়ে জেরা করতে চাইছে। শুক্রবার আদালত পার্থকে সিবিআই হেফাজতে পাঠায় কি না সেটাই এখন দেখার বিষয়।
এদিকে, পার্থ চট্টোপাধ্যায়কে ফের হেফাজতে নিতে চেয়ে আবেদন করেছে সিবিআই। জল্পনা, সিবিআই হয়তো কল্যাণময় এবং পার্থকে মুখোমুখি বসিয়ে জেরা করতে চাইছে। শুক্রবার আদালত পার্থকে সিবিআই হেফাজতে পাঠায় কি না সেটাই এখন দেখার বিষয়।
গ্রেফতার করার পর হাসপাতালে যাওয়ার পথে কল্যাণময় বলেন, ‘‘যেটা বলেছি, সেটাই সত্যি।’’ কল্যাণময়ের বিরুদ্ধে অভিযোগ, তিনি নিজেই নিয়োগপত্র দিতেন। এমনকি, গ্রুপ-সি এবং গ্রুপ-ডি এর নিয়োগেও তাঁর সক্রিয় ভূমিকা রয়েছে বলে অভিযোগ। সিবিআই-এর আগে আরেক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি-ও তাঁকে জেরা করে।
আরও পড়ুন:
শাশ্বতী রামায়ণী, পর্ব ১৬: রাম-পরশুরাম দ্বৈরথ অযোধ্যার পথে
নরেন্দ্রপুরের স্ত্রীকে নৃশংস ভাবে খুন করে আত্মহত্যা স্বামীর, বাবা-মায়ের দেহের পাশে বসে রাত কাটাল ৪ বছরের শিশু
জানা গিয়েছে, বৃহস্পতিবার সিবিআই তাঁর কাছ থেকে কিছু নথিপত্র চেয়ে নিজাম প্যালেসে তলব করেছিল। যদিও তিনি সেই সব নথিপত্র জমা দিতে পারেননি বলে সূত্রের খবর। উল্লেখ্য, গত ২৩ জুন কল্যাণ গঙ্গোপাধ্যায়কে তাঁর পদ থেকে সরিয়ে দেয় রাজ্য সরকার। তাঁর জায়গায় স্থলাভিষিক্ত হন রামানুজ গঙ্গোপাধ্যায়। ২০১২ সাল থেকে প্রায় ১০ বছর মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ছিলেন কল্যাণময় গঙ্গোপাধ্যায়।