ছবি প্রতীকী
কলকাতার চারটি ট্র্যাফিক গার্ডকে নিয়ে পরীক্ষামূলক ভাবে ভার্চুয়াল আদালত বা ই-কোর্ট শুরু হচ্ছে। বৃহস্পতিবার থেকেই ব্যাঙ্কশাল আদালতে এই ভার্চুয়াল আদালতের কাজ শুরু হচ্ছে। কলকাতা ট্র্যাফিক পুলিশকে ট্র্যাফিক বিষয়ক মামলার শুনানি ভার্চুয়াল আদালতে শুরু করার ব্যাপারে আগেই তৈরি হতে বলা হয়েছিল। কলকাতা পুলিশ মঙ্গলবার সরকারি ভাবে জানিয়ে দেয়, সেই প্রক্রিয়া শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকেই। হেড কোয়ার্টার্স, জোড়াবাগান, হাওড়া ব্রিজ, সাউথ— এই চারটি ট্র্যাফিক গার্ড নিয়ে ভার্চুয়াল শুনানি হবে।
আরও পড়ুন:
বাঙালির মৎস্যপুরাণ, পর্ব-৩০: ডাঙার প্রাণীরা পর নির্ভরশীল হলেও সামুদ্রিক প্রাণীরা কিন্তু স্বনির্ভর
ট্রেনে যন্ত্রণায় ছটফট করছেন অন্তঃসত্ত্বা মহিলা, দুরন্ত এক্সপ্রেসে সন্তান প্রসব করালেন ডাক্তারি পড়ুয়া
উল্লেখ্য ভার্চুয়াল আদালতের সুবিধা হল, ট্র্যাফিক সংক্রান্ত মামলার জরিমানা অ্যাপের মাধ্যমে ট্র্যাফিক আইনভঙ্গকারীরা জমা দিতে পারবেন। কী ভাবে? ট্র্যাফিক আইনভঙ্গ করলে সার্জেন্টের কাছে থাকা এনআইসি ই-চালান থেকে আইনভঙ্গকারীর কাছে জরিমানা লিঙ্ক চলে যাবে। লিঙ্কটি খুললে মামলার বিস্তারিত তথ্য এবং জরিমানার পরিমাণ জানা যাবে। কত তারিখ, কখন শুনানি হবে, কী ভাবে বা আইনভঙ্গকারী জরিমানা দেবেন সব তথ্য জানা যাবে। এখানেই শেষ নয়, চাইলে এই ভার্চুয়াল শুনানিতে আইনভঙ্গকারীও অংশগ্রহণ করতে পারবেন। কলকাতা ট্র্যাফিক পুলিশের পক্ষ থেকে জানান হয়েছে, এখন কলকাতা পুলিশের কেপিটি চালানেই আধিকারিকরা এবং ট্র্যাফিক গার্ডের পুলিশকর্মীরা মামলা করছেন আইনভঙ্গকারীদের বিরুদ্ধে। এনআইসি ই-চালান পুরো শহরে যতদিন না চালু হচ্ছে, তত দিন পর্যন্ত কেপিটি চালান চালু থাকবে।