বুধবার ৩ জুলাই, ২০২৪


ছবি প্রতীকী

দেখতে দেখতে পুজো শেষ। আজ বাদে কালই বিজয়া দশমী! তাই কলকাতা পুরসভাও প্রস্তুতি শুরু করে দিল প্রতিমা নিরঞ্জনের। পুরসভার সূত্রে জানা গিয়েছে, বুধবার সকাল থেকে প্রতিমা নিরঞ্জনের সব রকম প্রস্তুতি সেরে ফেলা হবে কলকাতার ১৬টি গঙ্গার ঘাটে। সব ক’টি ঘাটেই থাকবে ক্রেন। উপস্থিত থাকবেন কলকাতা পুরসভার স্বেচ্ছাসেবক, স্বাস্থ্য বিষয়ক প্রতিনিধিদলও। পুরসভার আধিকারিকদের ধারণা, বেলা বাড়লে প্রধানত বাড়ির প্রতিমাই বিসর্জন করা হবে।
আরও পড়ুন:

আঁধারে ডুবল ঢাকা-সহ বাংলাদেশের ৮০ শতাংশ অঞ্চল, ভোগান্তি কয়েক কোটি মানুষের

মনের আয়না: ঘুমোতে গেলেই মগজে ভিড় করছে রাজ্যের দুশ্চিন্তা? জন্মাচ্ছে অকারণ ভয়? রইল সমাধান

বিসর্জনের জন্য যাতে গঙ্গা না দূষিত হয়, সে বিষয়ে বিশেষ নজর রাখা হচ্ছে। নির্দেশ দেওয়া হয়েছে, প্রতিমা জলে পড়ার সঙ্গে সঙ্গেই সেগুলি তুলে নিতে হবে ক্রেন দিয়ে। না হলে প্রতিমার গায়ে থাকা রং এবং অন্যান্য সাজগোজের থেকে গঙ্গার জল দুষিত হতে পারে। পাশাপাশি কলকাতা পুরসভা ঘাটগুলিতে এমন নির্দেশিকাও ঝুলিয়ে দিয়েছে যে, গঙ্গায় ফুল, বেলপাতা, মালা প্রভৃতি ফেলা যাবে না। বিসর্জনের প্রস্তুতির দায়িত্বে রয়েছেন কলকাতা পুরসভার মেয়র পারিষদ (উদ্যান) দেবাশিস কুমার। তিনি জানিয়েছেন, ‘‘বিজয়ার দিনে মূলত বাড়ির প্রতিমাই বেশি বিসর্জন হয়। তবে বিসর্জন হয় ছোট পুজোর ঠাকুরও। প্রতিটি ঘাটেই লোকজন থাকবেন। আমরা দশমীর দিন কমবেশি ১০০০ থেকে ১২০০ ঠাকুর বিসর্জন হতে পারে ধরে নিয়ে সেই মতো প্রস্তুতি রাখছি।’’

Skip to content