শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


মরসুমের প্রথম বৃষ্টি পেল মহানগর। কলকাতায় বৃহস্পতিবার রাতে শুরু হল বৃষ্টি। সঙ্গে বইছে দমকা হাওয়াও। শহরের পাশাপাশি বাংলার একাধিক জেলাতেও ঝড়বৃষ্টি চলছে। কোথাও কোথাও আবার শিলাবৃষ্টিও হয়েছে বলে জানা গিয়েছে।
বৃহস্পতিবার শিলাবৃষ্টি হয়েছে নদিয়া, পূর্ব বর্ধমানের কালনায়। বৃষ্টি হয়েছে হুগলি, বর্ধমান, পুরুলিয়া, মেদিনীপুরে। বুধবার ঝড়বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। যদিও এই মরসুমে কলকাতা প্রথম বৃষ্টি পেল। বৃষ্টির ফলে শহরবাসী খানিকটা স্বস্তিও পেলেন।
আরও পড়ুন:

রূপচর্চার প্রসাধনী তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে? কী ভাবে রাখলে বহু দিন ভালো থাকবে

হাত বাড়ালেই বনৌষধি: চৈত্রের বন্ধু বেল

হাওয়া দফতর জানিয়ে দিয়েছে, বৃহস্পতিবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে কলকাতা, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, দুই বর্ধমান, ঝাড়গ্রামে। শুধু বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ন্য, সেই সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে দমকা হাওয়াও বইতে পারে।

প্রসঙ্গ স্বাস্থ্য বিজ্ঞান, উচ্চ রক্তচাপ কিন্তু ডেকে আনে স্ট্রোক-হার্ট অ্যাটাক, অসুখ নিয়ন্ত্রণে রাখতে কী কী করবেন?

রাজু, শ্যাম ও বাবুরাও ত্রয়ীর সঙ্গে জুড়ছেন মুন্নাভাই, ‘হেরা ফেরি ৩’ ছবিতে কোন ভূমিকায় সঞ্জয়?

বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর, মালদায় বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বর্ষণের পাশাপাশি কোনও কোনও জায়গায় ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে। হাওয়া অফিস জানিয়েছে, বাংলায় আগামী ৩ দিনে তাপমাত্রার পারদ কমতে পারে ৩ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত। বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে।

Skip to content