সোমবার সকাল থেকে কলকাতায় প্যাচপ্যাচে গরমে হাঁসফাঁস অবস্থা। যদিও স্বস্তির বার্তা দিয়েছে আবহাওয়া দফতর। তাদের পূর্বাভাস, আগামী দু’ থেকে তিন ঘণ্টার মধ্যে কলকাতার কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টি চলবে সারা দিনই। বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে হাওড়া এবং দক্ষিণ ২৪ পরগনাতেও। পাশাপাশি বইবে ঝোড়ো হাওয়াও। সেই সঙ্গে আবহাওয়া দফতর লোকজনকে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিয়েছে।
হাওয়া অফিস এও জানিয়েছে, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনাতেও কয়েক ঘণ্টার মধ্যে হালকা বৃষ্টি হতে পারে। আজ কলকাতার আকাশ ছিল মেঘাচ্ছন্ন। তবে প্রচণ্ড গরমও ছিল। আজ বাতাসে আর্দ্রতার পরিমাণ থেকবে ৯৪ শতাংশ। সোমবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।