রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


ছবি প্রতীকী।

সোমবার কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলিতে আরও বৃষ্টি বাড়তে পারে। বৃষ্টি শুরু হয়েছে রবিবার বিকেল থেকে। কলকাতা ও শহরতলিতে অল্প বিস্তর বৃষ্টিতে ভিজেছে। ঝড়বৃষ্টি হয়েছে দক্ষিণের বাকি জেলাগুলিতেও। হাওয়া দফতরের পূর্বাভাস, আজ সোমবার বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে।
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দুই থেকে তিন দিন কলকাতা-সহ দক্ষিণের সব জেলাতেই বৃষ্টি চলবে। বর্ষণের পূর্বাভাস রয়েছে, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়াতে।
আরও পড়ুন:

ওয়েব সিরিজ দেখার নেশায় ঘুমের সময় কমে গিয়েছে? কী ভাবে কাটাবেন আসক্তি

স্বাদে-আহ্লাদে: কুলের আচারের নাম শুনলে জিভে জল আসে? রইল সহজ রেসিপি

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামীকাল মঙ্গলবারও বৃষ্টি পরিমাণ বাড়তে পারে। বুধবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে। বৃহস্পতিবারও কোনও কোনও জায়গায় বৃষ্টি হতে পারে। পাশাপাশি ঝোড়ো হাওয়াও বইবে। আবহবিদেরা জানিয়েছে, আবহাওয়া বৃহস্পতিবারের পর কিছুটা উন্নতি হতে পারে।

উত্তরবঙ্গও ভিজবে। উত্তরবঙ্গেও আগামী চার দিন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিকিমেও বর্ষণের পূর্বাভাস রয়েছে। পাশাপাশি, আগামী ২৪ ঘণ্টায় উত্তর এবং দক্ষিণ দিনাজপুর এবং মালদহ হালকা বৃষ্টি হতে পারে।

যৌনমিলনে আকর্ষণ কমছে? কী করলে মিলবে সমাধান

উত্তম কথাচিত্র, পর্ব-২৯: সুরের আকাশে ঘটালে তুমি স্বপ্নের ‘শাপমোচন’

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, অসম থেকে রাজস্থান পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে। নিম্নচাপ অক্ষরেখা দক্ষিণবঙ্গের উপর দিয়ে বিস্তৃত। পাশাপাশি বিহার, উত্তরপ্রদেশ, উত্তরবঙ্গ এবং মেঘালয়ের উপর দিয়েও এই অক্ষরেখা গিয়েছে। এটি অবস্থান করছে বিহার থেকে কর্ণাটক। বুধবার আবার নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসছে। রাজস্থান এবং হরিয়ানার উপরে একটি ঘূর্ণাবর্তও রয়েছে। অর্থাৎ সার বাংলায় ঝড়বৃষ্টির জন্য আদর্শ পরিবেশ তৈরি হয়েছে।

Skip to content