সোমবার ২৫ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী।

কলকাতা এবং পার্শ্ববর্তী আরও তিন জেলায় আগামী কয়েক ঘণ্টা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু হবে। আলিপুর আবহাওয়া দফতর এমনটাই পূর্বাভাস দিয়েছে। মহানগরের পাশাপাশি হাওড়া, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনাও বৃষ্টিতে ভিজবে।
আলিপুর আবহাওয়া দফতর মঙ্গলবার বেলা ১টা ২০ নাগাদ একটি বুলেটিন প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, কলকাতা এবং বাকি তিন জেলায় আগামী ২ থেকে ৩ ঘণ্টাওয় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টির হবে। কোথাও কোথাও ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়াও।
আরও পড়ুন:

গর্ভনিরোধক বড়ি দীর্ঘ দিন ধরে খেলে কি গর্ভপাতের আশঙ্কা বাড়ে? জেনে নিন সত্যিটা

হাত বাড়ালেই বনৌষধি: চৈত্রের বন্ধু বেল

আবহবিদেরা সাধারণ মানুষকে বজ্রপাতের সময় নিরাপদে থাকার পরামর্শ দিয়েছেন। হলুদ সতর্কতা জারি করা হয়েছে কলকাতা, হাওড়া, উত্তর পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনায়। কয়েকদিন ধরে বাংলার একাধিক জায়গায় ঝড়বৃষ্টি হচ্ছে। এর জেরে তাপমাত্রার পারদও কিছুটা কমেছে। মঙ্গলবারও আকাশের মুখ ভার। দুপুর নাগাদ শুরু হয় বৃষ্টি।
আরও পড়ুন:

বিধানে বেদ-আয়ুর্বেদ: বাতরক্ত বা গাউটে ভুগছেন? ঘরে বসেই মুক্তির উপায় জানুন

গরুর দুধে হজমের সমস্যা? আর কোন দুধে প্রয়োজনীয় পুষ্টি মিলবে

হাওয়া দফতর জানিয়েছে, রাজস্থান থেকে বিহার এবং বিহার থেকে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত দুটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে। পাশাপাশি ছত্তীসগঢ় এবং ঝাড়খণ্ডের উপর একটি ঘূর্ণাবর্তও অবস্থান করছে। আবার প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বঙ্গোপসাগর থেকে। সে কারণে বাংলায় ঝড়বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।

ছবির নাম

ছবির নাম


Skip to content