শনিবার ২২ ফেব্রুয়ারি, ২০২৫


ছবি: প্রতীকী।

রক্ষণাবেক্ষণের জরুরি কাজ চলবে। তাই শিয়ালদহ স্টেশন থেকে আগামী শনিবার রাত ১০টা ২০ মিনিট থেকে পরদিন সকাল ৮টা ২০ মিনিট পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে। শনিবার রাতে শিয়ালদহ স্টেশন থেকে একটি করে বনগাঁ, নৈহাটি, হাবড়া, কল্যাণী সীমান্ত, ডানকুনি এবং ব্যারাকপুর লোকাল বাতিল করেছে রেল।
পরদিন অর্থাৎ রবিবার সকালে শিয়ালদহ থেকে কিছু ট্রেন বন্ধ থাকবে। তিন জোড়া রানাঘাট লোকাল ছাড়াও হাবড়া, বনগাঁ, ডানকুনি, কল্যাণী সীমান্ত এবং ব্যারাকপুরের মধ্যে দু’জোড়া করে লোকাল ট্রেন পরিষেবা বন্ধ থাকবে বলে রেল জানিয়েছে। পাশাপাশি শিয়ালদহ থেকে বন্ধ থাকবে একটি কৃষ্ণনগর লোকাল এবং হাসনাবাদ, দত্তপুকুর, নৈহাটি, গেদে ও শান্তিপুরের মধ্যে এক জোড়া করে লোকাল ট্রেন।
আরও পড়ুন:

স্কুলপড়ুয়াদের গ্রীষ্মের ছুটিতে কী কী করতে হবে, নির্দেশিকা জারি করে জানিয়ে দিল শিক্ষা দফতর

চটজলদি ওজন ঝরাতে চান? তাহলে ভরসা রাখুন এই ৫ রকম বীজে

দূরপাল্লার ট্রেনের ক্ষেত্রে শনিবার কলকাতা স্টেশনে আসবে শিয়ালদহ মুখী পদাতিক এবং অজমের এক্সপ্রেস। ট্রেন দুটি শনিবার কলকাতা টার্মিনাল থেকেই ছাড়বে বলে জানানো হয়েছে। পাশাপাশি শনিবার ও রবিবারের মধ্যে শিয়ালদহ অভিমুখে আসা দার্জিলিং মেল, গৌড়, পদাতিক, বালুরঘাট-মালদহ টাউন প্যাসেঞ্জার, কাঞ্চনজঙ্ঘা-সহ একাধিক ট্রেন শিয়ালদহ অভিমুখে রওনা হবে তাদের নির্ধারিত সময়ের থেকে কয়েক ঘণ্টা পর থেকে। যাত্রীদের হয়রানির জন্য পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র রেলের পক্ষ থেকে আগাম দুঃখপ্রকাশ করেছেন।

Skip to content