মঙ্গলবার ৪ মার্চ, ২০২৫


বিধায়ক মানিক ভট্টাচার্য গ্রেফতার। শিক্ষক দুর্নীতি মামলায় জেরায় অসহযোগিতা ও বয়ানে অসঙ্গতির অভিযোগ এনে মঙ্গলবার প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতিকে গ্রেফতার করেছে ইডি। মানিককে সোমবার সিজিও কমপ্লেক্সে রাতভর জিজ্ঞাসাবাদ করে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের অভিযোগ, মানিক তদন্তে সহযোগিতা করছেন না।
ইডি সূত্রে জানা গিয়েছে, মানিক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির কাছে যে নথিপত্র পেশ করেছিলেন তাতে অনেক গরমিল রয়েছে। তাই সোমবার রাতভর তাঁকে জেরা করা হয়। শেষে তদন্তে অসহযোগিতা ও বয়ানে অসঙ্গতির জন্য তাঁকে গ্রেফতার করা হয়। উল্লেখ্য, সোমবার মানিককে ইডির আধিকারিকরা জেরার জন্য ডেকে পাঠান। ইডি সূত্রে জানা গিয়েছে, ইডি যে সময়ে তলব করেছিল, তার অনেক পরে মানিক সিজিও কমপ্লেক্সে উপস্থিত হন।
আরও পড়ুন:

সোনার মেয়ে কার্তিকা

ছোটদের যত্নে: কোন সময় গর্ভধারণ করলে সুসন্তান লাভ সম্ভব? নব দম্পতির মা হওয়ার আগের প্রস্তুতির পরামর্শে ডাক্তারবাবু

এও জানা গিয়েছে, নিয়োগ দুর্নীতি মামলায় মানিকের কাছ যে সব নথিপত্র বাজেয়াপ্ত করা হয়, সেগুলি পরীক্ষা করে দেখেন ইডির আধিকারিকরা। নথিতে অনেক অসঙ্গতি থাকায় ফের মানিককে তলব করা হয়। জানা গিয়েছে, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের তদন্ত নিয়ে ইডি যে চার্জশিট পেশ করেছে তাতে মানিকের নাম ছিল। চার্জশিটে অভিযোগ করা হয়, মানিক চাকরি প্রার্থীদের থেকে টাকা নিয়ে চাকরি দিয়েছিলেন। যদিও পার্থ বিষয়টি জানা সত্ত্বেও কোনও পদক্ষেপ করেনি।

Skip to content