শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


ছবি প্রতীকী

শীত ভালোবাসেন এমনদের জন্য খারাপ খবর। আলিপুর আবহাওয়া দফতর এমনটাই জানিয়েছে। হাওয়া অফিস সোমবার জানিয়েছে, আগামী বৃহস্পতিবার পর্যন্ত বাংলাজুড়ে শীতের আমেজ জারি থাকবে। তবে এখনই জাঁকিয়ে শীত পড়ার কোনও সম্ভাবনা নেই।
খারাপ খবর হল, রাজ্যে আগামী শুক্রবার থেকে পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী হবে। আবহাওয়া দফতর উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে জানিয়েছে, দক্ষিণ আন্দামান সাগরে একটি নিম্নচাপ তৈরি হচ্ছে। সেট ধীরে ধীরে ঘনীভূত হয়ে আন্দামান এবং দক্ষিণ অন্ধ্র উপকূলের দিকে অগ্রসর হওয়ার কথা। আর এর প্রভাবেই বাংলায় তাপমাত্রা বাড়বে বলে হাওয়া অফিস জানিয়েছে।
আরও পড়ুন:

বেশ ধাঁধায় ফেলছে প্লেটলেট, কমলেই সতর্ক হোন, কাউন্ট কত নামলে প্রয়োজন হয় প্লেটলেটের?

উত্তম কথাচিত্র, পর্ব-১৪: আশা-নিরাশা ও ভরসার সে এক অন্য ‘মনের ময়ূর’

আবহাওয়া দফতরের পূর্বাভাস, নিম্নচাপের জন্য আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং দক্ষিণ ভারতের একাংশে ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। যদিও কলকাতা-সহ পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই।
আরও পড়ুন:

ইংলিশ টিংলিশ: আজকে এসো দেখি Prefix আর Suffix কাকে বলে

অমরনাথের পথে, পর্ব-৬: এবার বালতাল হয়ে ফেরার পালা

যদিও আগামী শুক্র ও শনিবার কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। সোমবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক ছিল, ১৬ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা রবিবারের চেয়ে অল্প বেশি। রবিবার ১৫.৯ ডিগ্রি সেলসিয়াস ছিল কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা।

Skip to content