বুধবার ৩ জুলাই, ২০২৪


ছবি: প্রতীকী।

বছরের প্রথম দিনই তীব্র রোদে পুড়বে সারা বাংলা। এর থেকে কলকাতাও ছাড় পাবে না। চৈত্র মাস শেষ হতে এখনও কয়েকদিন বাকি আছে। এখনই ঝোড়ো ব্যাটিং শুরু করেছে গরম। আবহাওয়াবিদের মতে, এবার গ্রীষ্মের সূচনা খুব একটা সুখের হবে না। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, কলকাতা-সহ গোটা রাজ্যে পয়লা বৈশাখের দিন প্রবল গরম পড়বে। কলকাতায় তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে।

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী শনিবার ১৫ এপ্রিল কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। তার আগে ১৩ এপ্রিল বৃহস্পতিবার এবং ১৪ এপ্রিল শুক্রবারও ৪০ ডিগ্রি ছোঁয়ে ফেলবে তাপমাত্রার পারদ। আগামী মঙ্গলবার পর্যন্ত তাপমাত্রা কমার কোনও পূর্বাভাস নেই।
আগামী কয়েক দিন কলকাতা-সহ সারা দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গের কিছু কিছু এলাকায় বৃহস্পতিবার থেকেই তাপপ্রবাহ শুরু হতে পারে। বৃহস্পতিবার তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। শুক্রবার থেকে কলকাতা-সহ বাকি জেলাগুলিতে তাপপ্রবাহ শুরু হতে পারে। আগামী ১৭ এপ্রিল সোমবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে।
আরও পড়ুন:

তীব্র দহনে জ্বলছে সারা বাংলা! অস্বস্তির গরম থেকে রেহাই পেতে কী করবেন, কী করবেন না জানিয়ে দিল নবান্ন

চোখের কী কী সমস্যা হলে বুঝবেন আরও গুরুতর কোনও রোগের সম্ভাবনা রয়েছে

এ নিয়ে হাওয়া অফিস বুধবার একটি বিবৃতি জারি করেছে। তাতে বলা হয়েছে, দক্ষিণবঙ্গের পাশাপাশি অসহনীয় গরম অনুভূত হবে উত্তরবঙ্গেও। উত্তরের তিনটি জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া দফতর। মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরের কিছু কিছু এলাকায় আগামী ১৪ এপ্রিল থেকে ১৬ এপ্রিল পর্যন্ত তাপপ্রবাহ হতে পারে।

হাওয়া দফতর এও জানিয়ে দিয়েছে, রাজ্যে মূলত শুকনো গরম হাওয়া প্রবেশ করছে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিক থেকে। তাই তাপমাত্রার পারদ স্বাভাবিকের থেকে অন্তত ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকছে। আগামী কিছু দিনে তাপমাত্রার পারদ আরও ২ থেকে ৩ ডিগ্রি বৃদ্ধি পেতে পারে।
আরও পড়ুন:

এগুলো কিন্তু ঠিক নয়, পর্ব-১৫: শরীর ফিট রাখতে রোজ ভিটামিন টনিক খাচ্ছেন?

কন্নড় ছবির শুটিং চলাকালীন আচমকা বিস্ফোরণ, গুরুতর আহত সঞ্জয় দত্ত, চোখ, মুখ, কনুইয়ে চোট

তাপপ্রবাহ নিয়ে আগে থেকে সতর্ক করেছেন আবহবিদেরা। তাঁরা জানিয়ে দিয়েছেন, আপাতত বৃষ্টির পূর্বাভাস নেই। হাওয়া অফিস সকাল ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত রোদ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। সেই সঙ্গে সদ্যোজাত, শিশু, বয়স্ক এবং অসুস্থ মানুষদের সাবধানে রাখতে বলা হয়েছে। বাইরে বেরতে হলে সঙ্গে ছাতা, টুপি, রোদচশমা সঙ্গে রাখতে বলা হয়েছে।

এই গরমে বিপদে পড়তে পারেন শিশু এবং বয়স্ক মানুষ। রোগীদেরও সমস্যা হতে পারে। উড়িয়ে দেওয়া যাচ্ছে না সান স্ট্রোকের সম্ভাবনাও। এ সবের পাশাপাশি ঘামাচি এবং তাপজনিত রোগের আশঙ্কাও আছে।

Skip to content