শুক্রবার ৫ জুলাই, ২০২৪


নভেম্বর শেষ হতে চললেও জমাটি ঠান্ডার এখনও দেখা নেই। হাওয়া দফতরের বক্তব্য, জাঁকিয়ে শীত পড়তে এখনও ঢের বাকি। অন্তত আরও সপ্তাহ দু’য়েক অপেক্ষা তো করতেই হবে বাংলাকে।
তবে খুব ঠান্ডা না পড়লেও শীতের শিরশিরানি অনুভূত হচ্ছে কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে। কোথাও কোথাও ভোরের দিকে কুয়াশাও চোখে পড়ছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার কলকাতার সর্বনিম্ন পারদ ছিল ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস। মানে একদম স্বাভাবিক তাপমাত্রা। শনিবার শহরের দিনের সর্বোচ্চ পারদ উঠেছিল ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম।
আরও পড়ুন:

‘খিদেয় আমার মেয়েটা খুব কাঁদছিল, কাছে কোনও পয়সা ছিল না, তাই মেরে ফেললাম’! পুলিশকে জানালেন ইঞ্জিনিয়ার

হোমিওপ্যাথি: কনজাংটিভাইটিসের ভয়? মিথ ভুলে এই সব সতর্কতা মেনে চলুন

টানা তিন দিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ষোলোর ঘরে আটকে। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী কিছু দিন পারদ ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। সর্বনিম্ন তাপমাত্রারও খুব একটা পরিবর্তন হবে না। জাঁকিয়ে ঠান্ডা পড়বে তাঁর কিছু দিন পরে থেকে।
আরও পড়ুন:

দেখব এবার জগৎটাকে, পর্ব-৯: আমাজন যেন স্বর্গের নন্দনকানন, একঝলক দেখে বোঝাই সম্ভব নয় এর ভয়াবহতা

এবার ইউরোপের ধাঁচে ভারতেও সব ধরনের বৈদ্যুতিন সামগ্রীর জন্য একই চার্জার! ঘোষণা কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক মন্ত্রকের

হাওয়া অফিস জানিয়েছে, পারদপতন শুরু হবে ডিসেম্বরের শুরু থেকে। ফলে স্বাভাবিক ভাবে কড়া শীতের জন্য আরও কিছু দিন অপেক্ষা করতে হবে। মহানগর ছাড়া বাকি জেলাতেও শীতের আমেজ বেশ উপভোগ করা যাচ্ছে। সকালের দিকে বেশ কিছু জেলা কুয়াশাচ্ছন্ন থাকছে। ধীরে ধীরে ঠান্ডা বাড়ছে পশ্চিমের জেলাগুলিতে। উত্তুরে হাওয়ায় শীতে কাবু জেলার মানুষ।
আরও পড়ুন:

বিনোদন: ‘ওগো তুমি যে আমার…’— আজও তাঁর জায়গা কেউ নিতে পারেনি/২

যোগা-প্রাণায়াম: শরীর-মনকে সুস্থ রাখতে করুন সুদর্শন ক্রিয়া, বিশ্রাম নিন যোগনিদ্রায়

এদিক, শীত শীত ভাবের মধ্যে আবার তৈরি হয়েছে ঘূর্ণাবর্তের ভ্রূকুটিও। ঘূর্ণাবর্তটি এখন উত্তর আন্দামান সাগর ও সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে অবস্থান করছে। ঘূর্ণাবর্তের উপর নজর রাখছে হাওয়া অফিস। এর জেরে বাংলার আবহাওয়ার কোনও পরিবর্তন হবে কি না, খতিয়ে দেখছেন আবহবিদদের।

Skip to content