শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


অবশেষে চালু হতে চলেছে টালা সেতু। পুজোর আগেই এই সেতু খুলে দেওয়া হতে পারে। বুধবার পূর্ত দফতরের দায়িত্ব নেওয়ার পর বৃহস্পতিবারই এ কথা জানিয়েছেন রাজ্যের মন্ত্রী পুলক রায়। নতুন টালা সেতু প্রায় আড়াই বছর ধরে তৈরি হচ্ছে। এখন কাজ প্রায় শেষের পর্যায়ে। পুলক রায় জানিয়েছেন, পুজোর আগেই তা আমজনতার জন্য খুলে দেওয়া হতে পারে।
পুলক বৃহস্পতিবারই ওই দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন। সেই বৈঠকের পরই তিনি জানান, ‘পুজোর আগেই টালা সেতু চালু করার চেষ্টা চলছে। কাজ পুরোদমে চলছে। এখন একেবারে শেষ পর্যায়ের কাজ চলছে।’
উল্লেখ্য, যানবাহন চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হাওয়ায় ২০১৯ সালের পুজোর আগে সেতুটি বন্ধ করে দেওয়া হয়। এর পর শুরু হয় ভাঙার কাজ। নতুন সেতু নির্মাণের কাজ শুরু হয় ২০২০ সালের ফেব্রুয়ারিতে। নতুন দায়িত্ব পেয়েই সেতুর অগ্রগতি খতিয়ে দেখেন পুলক। রর পর তিনি বলেন, পুজোর আগে যাতে নতুন টালা সেতু চালু করা যায় তার জন্য সব রকম চেষ্টা চলছে।
তবে পূর্ত দফতরের আধিকারিকদের একাংশের দাবি, এখনও পর্যন্ত নতুন টালা সেতুর যা কাজ বাকি আছে, তা সম্ভবত পুজোর আগে শেষ করা সহজ নয়। ওই সব কাজ শেষ করতে নভেম্বর পর্যন্ত সময় লাগতে পারে।

Skip to content