শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


পার্থ চট্টোপাধ্যায়

এসএসসি দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়া রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নিতে চায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ইডি আধিকারিকরা শনিবার দুপুরে মন্ত্রীকে আদালতে পেশ করে ১৪ দিন হেফাজতের আবেদন করেন। এই আবেদনের বিরোধিতা করেন পার্থের আইনজীবীরা। শিল্পমন্ত্রীর আইনজীবীদের দাবি, ইডি আদালতে নির্দিষ্ট কোনও তথ্য পেশ করতে পারেনি। যদিও আদালত পার্থকে দু’দিনের ইডি হেফাজতের নির্দেশ দেয়। পার্থের আইনজীবী জানিয়েছেন, সোমবার মামলাটি এমপি-এমএলএ কোর্টে উঠবে।
তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে স্কুল শিক্ষক নিয়োগ মামলায় দুর্নীতির অভিযোগ উঠে। ২১ জুলাই, তৃণমূলের শহিদ দিবসের পরদিনই শিল্পমন্ত্রীর নাকতলার বাড়িতে পৌঁছে যায় ইডি। প্রায় ২৭ ঘণ্টা জেরা করেন ইডি আধিকারিকরা। এর পর পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয়। এর পর তাঁকে জোকার ইএসআই-তে নিয়ে যাওয়া হয় স্বাস্থ্য পরীক্ষার জন্য। সেখানে শিল্পমন্ত্রীকে ব্যাংকশাল আদালতে নিয়ে যাওয়া হয়।

Skip to content