সোমবার ৮ জুলাই, ২০২৪


উদ্ধার হওয়া টাকার অঙ্ক প্রায় ২১ কোটি। রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ নিয়ে যাওয়ার আনা হয়েছিল ট্রাক। অর্পিতার ফ্ল্যাটে পাওয়া টাকা ট্রাঙ্কে বোঝাই করা হচ্ছে।
শুক্রবার অর্পিতার ফ্ল্যাট থেকে ইডি তল্লাশি চালিয়ে উদ্ধার করেছে ২০ কোটি ২১ লক্ষ টাকা। রিজার্ভ ব্যাঙ্ক সেই টাকা নিয়ে যাওয়ার অনেক ট্রাঙ্ক-সহ ট্রাক নিয়ে আসে। সেই সব টাকা ভর্তি ট্রাঙ্ক ট্রাকে তোলা হয়। ট্রাকে তোলা ট্রাঙ্কগুলিতে কিছু নম্বর দেওয়া রয়েছে। ৫০০ এবং দু’হাজার টাকার নোট আলাদা আলাদা ট্রাঙ্কে রাখা হয়েছে। ওই ট্রাকে মোট প্রায় ৪০টি ট্রাঙ্ক ছিল।
ইডি সূত্রে জানা গিয়েছে, অর্পিতার ওই ফ্ল্যাট থেকে আরও সম্পত্তির হদিস মিলেছে। একাধিক জায়গায় সম্পত্তির নথি উদ্ধার করা হয়েছে। স্কুল শিক্ষা দফতরেরও কিছু নথিও অর্পিতার ওই ফ্ল্যাটে উদ্ধার করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে ৫৪ লক্ষ টাকার বিদেশি মুদ্রাও। এর পাশাপাশি ওই বিপুল পরিমাণ টাকার মধ্যে থেকে উচ্চশিক্ষা দফতরের খামও পাওয়া গিয়েছে বলে ইডি সূত্রে খবর!


Skip to content