রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


শনিবার থেকে নবনির্মিত টালা সেতুতে শুরু হল যান চলাচল। গত বৃহস্পতিবার সেতুটির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেতুর উদ্বোধন হলেও বৃহস্পতিবার ও শুক্রবার যান চলাচল বন্ধ ছিল। শেষমেশ আজ শনিবার থেকে টালা সেতুকে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে।
সূত্রের খবর, এখন টালা সেতুতে শুধু ছোট যানবাহনই চলবে। বাস, লরির মতো গাড়ির চলাচলে এখনই অনুমতি দেওয়া হচ্ছে না। পূর্ত দফতর সূত্রে জানা গিয়েছে, এখন কয়েক দিন ছোট গাড়িই চলবে। তার পর পুরো পরিস্থিতি খতিয়ে দেখে বড় গাড়ি চালানোর বিষয়ে সিদ্ধান্ত নেবে প্রশাসন।
আরও পড়ুন:

ছোটদের যত্নে: শিশু পেটের ব্যথায় ভুগছে? তাহলে শিশু বিশেষজ্ঞের এই পরামর্শগুলি মেনে চলুন

উত্তম কথাচিত্র, পর্ব-১: আলোছায়ায় ‘দৃষ্টিদান’ [২৪/০৪/১৯৪৮]

জানা গিয়েছে, নবনির্মিত টালা সেতুতে দুর্গাপুজোর আগে যাত্রী ও পণ্যবাহী গাড়ি চালানোর অনুমতি মিলবে। এমনও জানা গিয়েছে, সম্ভবত ২৯ সেপ্টেম্বর থেকেই টালা সেতুতে বাস চলতে পারে। তবে এ বিষয়ে রাজ্যের পরিবহণ দফতর, পূর্ত দফতর, কলকাতা পুরসভা এবং কলকাতা পুলিশ পুরো পরিস্থিতি খতিয়ে দেখে যাত্রী ও পণ্যবাহী গাড়ি চালানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

Skip to content