কলকাতায় জাদুঘরের কাছে চলল গুলি। সেখানে থাকা সিআইএসএফ ব্যারাককে লক্ষ্য করে গুলি চলানোর অভিযোগ উঠেছে। তবে অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান কর্তব্যরত সহকর্মীদের দিকে থাক গুলি চালিয়েছেন। এসএসকেএম হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় এক জনের মৃত্যু হয়েছে। এও জানা গিয়েছে, ওই গুলি চালনার ঘটনায় আহত হয়েছেন এক জন। আশঙ্কাজনক অবস্থায় তাঁর চিকিৎসা চলছে। ট্রমা বিভাগে নিয়ে যাওয়া হয়েছে ওই আহত ব্যক্তিকে। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পড়েছে। পরিস্থিতি মোকাবিলায় ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় দেড় ঘণ্টা পর ওই হামলাকারীকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর,বারাকের আরমার ইনচার্জ অক্ষয়কুমার মিশ্র একটি একে-৪৭ রাইফেল নিয়ে এলোপাথারি গুলি চালাতে শুরু করেন। প্রায় ২০-২৫ রাউন্ড গুলি চলে। অক্ষয়কুমারকে আটকাতে গিয়ে গুলিবিদ্ধ হন সহকর্মী এএসআই রঞ্জিন সরঙ্গী। এক অ্যাসিট্যান্ট কমান্ডারও জখম হয়েছেন । দুজনকেই এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে রঞ্জিতকে মৃত বলে ঘোষণা করা হয়। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আহত অ্যাসিট্যান্ট কমান্ডার।
পুলিশ সূত্রে খবর,বারাকের আরমার ইনচার্জ অক্ষয়কুমার মিশ্র একটি একে-৪৭ রাইফেল নিয়ে এলোপাথারি গুলি চালাতে শুরু করেন। প্রায় ২০-২৫ রাউন্ড গুলি চলে। অক্ষয়কুমারকে আটকাতে গিয়ে গুলিবিদ্ধ হন সহকর্মী এএসআই রঞ্জিন সরঙ্গী। এক অ্যাসিট্যান্ট কমান্ডারও জখম হয়েছেন । দুজনকেই এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে রঞ্জিতকে মৃত বলে ঘোষণা করা হয়। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আহত অ্যাসিট্যান্ট কমান্ডার।
এমএলএ হস্টেলের উল্টো দিকে শনিবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ ভারতীয় জাদুঘরের গেটের কাছে এই ঘটনাটি ঘটেছে। প্রায় ঘণ্টা দু’য়েকের পর রাত ৮টা নাগাদ ওই হামলাকারীকে আটক করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলাকারী একে-৪৭ বন্দুক দিয়ে গুলি চালিয়েছেন। তিনি ২০ থেকে ২৫ রাউন্ড গুলি চালিয়েছেন বলে খবর। সহকর্মী জওয়ানদের লক্ষ্য করে তিনি গুলি চালান।
পুলিশের উচ্চপদস্থ কর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলও ঘটনাস্থলে এসেছেন। এসেছেন জয়েন্ট সিপি ক্রাইমও। কম্যান্ডো ঢোকানো হয়েছে জাদুঘরের ভিতরে। অ্যাম্বুল্যান্সও নিয়ে আসা হয়েছে।
পুলিশের উচ্চপদস্থ কর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলও ঘটনাস্থলে এসেছেন। এসেছেন জয়েন্ট সিপি ক্রাইমও। কম্যান্ডো ঢোকানো হয়েছে জাদুঘরের ভিতরে। অ্যাম্বুল্যান্সও নিয়ে আসা হয়েছে।