রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার উদ্বোধন হতে চলেছে শিয়ালদহ থেকে সেক্টর ফাইভের মধ্যে মেট্রো পরিষেবা। রেল সূত্রে খবর, সম্ভবত কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি এর উদ্বোধন করতে পারেন। এদিকে, মেট্রোর উদ্বোধন নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর। তৃণমূলের দাবি, মেট্রোর উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি। অথচ মমতা রেলমন্ত্রী থাকাকালীন এই প্রকল্পের সূচনা হয়েছিল। সেই মমতা বন্দ্যোপাধ্যায় এখন রাজ্যের মুখ্যমন্ত্রী। রেল কর্তৃপক্ষের বক্তব্য, মেট্রোর কে উদ্বোধন করবেন তা এখনও স্থির হয়নি।
এদিকে রেল কর্তৃপক্ষ এও জানিয়েছে, সোমবার উদ্বোধন হলেও এদিন থেকেই যাত্রীরা মেট্রো ব্যবহার করতে পারবেন না। তাঁদের আরও তিন দিন অপেক্ষা করতে হবে। আগামী ১৪ জুলাই বৃহস্পতিবার থেকে শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ ওই রুটে যাত্রিবাহী মেট্রো চলাচল করবে।
পাশাপাশি ইস্ট-ওয়েস্ট মেট্রো চলার সময়ও বাড়তে পারে বলে খবর পাওয়া গিয়েছে। কারণ শিয়ালদহ মেট্রো চালু হলে ইস্ট-ওয়েস্ট মেট্রোয় যাত্রীসংখ্যা এক ধাক্কায় অনেকটাই বেড়ে যাবে বলেই মনে করা হচ্ছে।

Skip to content